বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশাের জেলার বেনাপােল ভারতীয় পেট্রাপােল স্থলবন্দরের স্থলবন্দরের সাথে সংযুক্ত। এটি চালু হওয়ার ঘােষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২। ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং ময়মনসিংহ চাপাইনবাবগঞ্জের সােনামসজিদ স্থলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবণে মােহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।