Answer: Option
B
Explanation:
DVD – এর পূর্ণরূপ হচ্ছে Digital Versatile Disk বা Digital Video Disk, সিডি - রম প্রযুক্তিকে স্থলাভিষিক্ত করার জন্য ডিভিডি নামক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ডিভিডি সিডি রম - এর চাইতে বহুগুণ বেশি ডেটা ধারণ করতে পারে। সিডিতে এক পার্শে্ব ডেটা সংরক্ষণ করা হয় কিন্তু ডিভিডিতে এক পার্শে্ব কিংবা উভয় পার্শে্ব ই ডেটা সংরক্ষণ করা যায়। আবার ডিভিডিতে সিঙ্গেল লেয়ার কিংবা ডবল লেয়ার ডেটা সংরক্ষণ করা যায়। এসব কারণে সিডি রমের উন্নততর ডেটা সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে ডিভিডি। একটি ডিভিডিতে ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাই্ট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়।