(ব্যাখ্যা)VHF ও UHF- এর পূর্ণরূপ যথাক্রমে Very High Frequency and Ultra High Frequency। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বর্ণালির 30 MHz থেকে 300 MHz ও 300 MHz থেকে 3 GHz ফ্রিকুয়েন্সির বেতার তরঙ্গকে যথাক্রমে VHF ও UHE বলে। বিভিন্ন ধরনের বেতারযন্ত্রে এ ফ্রিকুয়েন্সি ব্যবহার করে শব্দ প্রেরিত ও গৃহীত হয়। টেলিভিশন ব্রড কাস্টিং, এফ এম ব্রড কাস্টিং, সেল ফোন কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াকিটকি প্রভৃতি ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হয়।