প্যারাফিন পেট্রোলিয়ান থেকে পাওয়া যায়
প্যারাফিন অ্যালকেন যা পেট্রোলিয়ান অয়েল হতে আহরণ করা হয়। আবার রেডিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ যা রাসায়নিক গবেষণারে কৃত্রিমভাবে তৈরি করা হয়। অপরদিকে আয়োডিন সমুদ্রজাত বিভিন্ন জীব ও লবণ হতে এবং ক্লোরিন খনিজ ও সমুদ্রগত লবণ হতে উৎপাদিত হয়।