(ব্যাখ্যা) একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্মরীতি। যুগ্মরীতিতে ভিন্নার্থক শব্দযােগে দ্বিরুক্ত শব্দ : ডালভাত, তালাচাবি, পথঘাট, আলিগলি। অন্যদিকে ‘বনজঙ্গল’ ও ‘জন্ম-মৃত্যু’ যথাক্রমে সমার্থক ও বিপরীতার্থক শব্দযােগে গঠিত দ্বিরুক্ত শব্দ। ‘হাতাহাতি’ শব্দের অন্তঃস্বর পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দ।