(ব্যাখ্যা) অর্থানুসারে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে । যথা : ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ও ৩. যোগরূঢ় শব্দ । প্রদত্ত অপশনে ‘জলদ’ যোগরূঢ় শব্দ । এছাড়াও কয়েকটি যোগরূঢ় শব্দ–পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি,দশানন, সরোজ, ডাকাত, অসুখ, তুরঙ্গম । অন্যদিকে হস্তী, সন্দেশ, বাঁশি, তৈল, প্রবীণ, হরিণ, মন্দির, ফলাহার প্রভৃতি রূঢ়ি শব্দ ।