বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমােরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে Uolatile উদ্বায়ী মেমােরি বলে। এরূপ মেমােরি হলাে- DRAM, SRAM, SD-RAM প্রভৃতি । অপরদিকে Non-volatile মেমােরি হলাে সেগুলাে যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না। যেমন ROM একটি অনুদ্বায়ী মেমােরি।