ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হাজী শরীয়তউল্লাহ। তার নামানুসারে শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া । দুদু মিয়ার আসল নাম পীর মুহসীনউদ্দিন আহমদ।