ব্যাখ্যাঃ কোনাে বস্তু থেকে যখন কোনাে দৃশ্যমান আলােই প্রতিফলিত হয় না তখন আমরা ঐ বস্তুটিকে কালাে দেখি। কোনাে বস্তু যদি আলাের নীল বর্ণ ব্যতীত অন্য সকল বর্ণ শােষণ করে এবং নীল বর্ণ প্রতিফলিত করে তবে বস্তুটিকে নীল দেখায়। লাল আলােতে নীল বর্ণের বস্তু কোনাে বর্ণ প্রতিফলিত করে না, সব বর্ণ শােষণ করে বলে এটি কালাে দেখায়।