ব্যাসিডিওকার্প। Agericus হলো একটি ছত্রাক যা ব্যাসিডিওমাইসেটেস শ্রেণীর অন্তর্গত। ব্যাসিডিওমাইসেটেস শ্রেণীর ছত্রাকগুলির বায়বীয় অংশকে ব্যাসিডিওকার্প বলা হয়। ব্যাসিডিওকার্প হলো ছত্রাকের প্রজনন অংশ, যেখানে ব্যাসিডিয়া তৈরি হয়। ব্যাসিডিয়া হলো ছত্রাকের যৌন কোষ, যা নতুন ছত্রাক তৈরি করে।