1 . অঙ্কুশ তাড়না = অন্তর্গত আঘাত
-
Attach answer script
View Answer | Discuss in Forum | Workspace | Report |
2 . অঙ্কুশ তাড়না (বাগধারা): অর্থ: কঠোর নিয়ন্ত্রণ বা বাধ্যতামূলক প্রেরণা। (অন্তর্গত আঘাত) উৎপত্তি: "অঙ্কুশ" শব্দটি আসে সেই ধারালো অস্ত্র থেকে, যা সাধারণত হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। হাতিকে সঠিক পথে বা নির্দেশ অনুযায়ী চালিত করার জন্য অঙ্কুশ দিয়ে খোঁচানো হতো। এই প্রেক্ষাপট থেকে "অঙ্কুশ তাড়না" বলতে এমন তাড়না বা প্রেরণাকে বোঝানো হয়, যা কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে আসে। অর্থ প্রসঙ্গে: কাউকে কঠোরভাবে নিয়ন্ত্রণ বা প্রেরণা দিয়ে কিছু করতে বাধ্য করার অভিপ্রায় বোঝাতে এই বাগধারা ব্যবহৃত হয়।
-
Attach answer script
View Answer | Discuss in Forum | Workspace | Report |