1 . ‘অশ্রু’ শব্দটি সমার্থক শব্দ কোনটি?
- A. জল
- B. কান্না
- C. জ্যোতি
- D. নেত্রবারি
![]() |
![]() |
![]() |
![]() |
2 . ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
- A. অপহ্নতি
- B. যমক
- C. অর্থোন্নতি
- D. অভিযোজন
![]() |
![]() |
![]() |
![]() |
3 . চলতি রীতিতে নিম্নের বাক্যটিতে ভুলের সংখ্যা মোট কয়টি? 'পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত দুস্ত বালকটির সবিনয়ে নিবেদন শুনিয়া উপস্থিত সকলের চোখ অশ্রুসজল হইয়া উঠিল'।
- A. ৫
- B. ৬
- C. ৭
- D. ৮
![]() |
![]() |
![]() |
![]() |
4 . পরকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। একুশের গল্পে কার অশ্রু কথা বলা হয়েছে-
- A. রাহাতের
- B. তপুর মায়ের
- C. বানুর
- D. রেণুর
![]() |
![]() |
![]() |
![]() |
5 . 'পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার ।' উক্তিটি নিম্নের কোন গল্পের ?
- A. যৌবনের গান
- B. একুশের গল্প
- C. হৈমন্তী
- D. বিলাসী
![]() |
![]() |
![]() |
![]() |
6 . 'পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিলো তার।' 'একুশের গল্প'- এ কার অশ্রুর কথা বলা হয়েছে?
- A. তপুর
- B. রেণুর
- C. সানুর
- D. রুণীর
![]() |
![]() |
![]() |
![]() |
7 . তারপর উভয়ে ঊধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটি দিক্ েসে রাতে তপুর মা এস গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেণুর এসছিলো, পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুয় ফোয়ারা নেমেছিল তার। কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে।একটা কথাও আমাদের সাথে বলেননি রেণু। রাহাত শুধু আমার কানে দেখে তো, পাশাপাশি ছিলাম আমরা। অথচ আমাদের কিছু অবাক কান্ড দেখ তো, পাশাপাশি ছিলাম আমরা। অথচ আমাদের কিছু হলো না, গুরি লাগলো কিনা তপুর কপালে । কী অবাক কান্ড দেখ তো। 1.অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম পদের মোট সংখ্যা কয়?
- A. পাঁচ
- B. সাত
- C. দম
- D. চার
![]() |
![]() |
![]() |
![]() |
8 . অশ্রু' শব্দের প্রতিশব্দ হবে-
- A. নীর
- B. অরিৎ
- C. লোর
- D. বিধু
![]() |
![]() |
![]() |
![]() |
9 . 'অশ্রুমালা'র কবি কে?
- A. মীর মশাররফ হোসেন
- B. কায়কোবাদ
- C. মোজাম্মেল হক
- D. ইসমাইল হোসেন সিরাজী
![]() |
![]() |
![]() |
![]() |
10 . সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মেশে?
- A. ব্রহ্মপুত্র
- B. ধলেশ্বরী
- C. কপোতাক্ষ
- D. গঙ্গা
![]() |
![]() |
![]() |
![]() |
11 . 'জ্যৈষ্টের খরারৌদ্রই তো জৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন'।-কোন রচনার অংশ?
- A. সুন্দর অসুন্দর
- B. যৌবনের গান
- C. একটি তুলসি গাছের আত্মকাহিনী
- D. শকুন্তলা
- D. হৈমন্তী
![]() |
![]() |
![]() |
![]() |
12 . জ্যেষ্ঠের খরদৌদ্রই তো জৈষ্ঠর অশ্রুশূণ্য রোদন-
- A. হৈমন্তীর
- B. অপুর
- C. লেখকের
- D. বনমালি বাবুর
![]() |
![]() |
![]() |
![]() |
13 . অশ্রু = অশ্রু দিয়ে লেখা এ গান, কভু ভুলে যেও না।
-
Attach answer script
![]() |
![]() |
![]() |
![]() |