1 . আঠারো বছর বয়স কবিতাটির স্তবকসংখ্যা কয়টি ?
- A. ৬
- B. 8
- C. 10
- D. 12
![]() |
![]() |
![]() |
![]() |
2 . ‘আঠারো বছর বয়স কবিতায় ‘আঠারো’ সংখ্যাবাচক শব্দটি কতবার ব্যবহৃত ?
- A. সাত
- B. আট
- C. নয়
- D. এগার
![]() |
![]() |
![]() |
![]() |
3 . আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায় -
- A. হাত দিয়ে
- B. হাতুড়ি দিয়ে
- C. চরণাঘাতে
- D. লোহা দিয়ে
![]() |
![]() |
![]() |
![]() |
4 . আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?
- A. মাত্রাবৃত্ত
- B. অক্ষরবৃত্ত
- C. স্বরবৃত্ত
- D. দলবৃত্ত
![]() |
![]() |
![]() |
![]() |
5 . আঠারো বছর বয়স হল-
- A. ভীরু
- B. নির্ভয়
- C. সংশয়ী
- D. বিনয়ী
![]() |
![]() |
![]() |
![]() |
6 . আঠারো বছর বয়স বাঁচে-
- A. বিপদের মুখে
- B. দুর্যোগ আর ঝড়ে
- C. শপথের কোলাহলে
- D. লক্ষ দীর্ঘশ্বাসে
![]() |
![]() |
![]() |
![]() |
7 . আঠারো বছর বয়স-
- A. বিপজ্জনক
- B. দ্বিধাজড়িত
- C. ভয়ঙ্কর
- D. স্বার্থচেতন
![]() |
![]() |
![]() |
![]() |
8 . আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে?
- A. বেদনায়
- B. দুর্যোগে আর ঝড়ে
- C. আঘাতে
- D. অসহ্য বেদনায়
![]() |
![]() |
![]() |
![]() |
9 . কোন পঙ্কাক্তির 'আঠারো বছর বয়স ' কবিতায় নেই?
- A. আঠারো বছর রয়স দুর্নিবার
- B. আঠারো বছর বয়সে ভয়ংকার
- C. আঠারো বছর বয়সে কী দুঃসহ
- D. আঠারো বছর বয়সে আঘাত আসছে
![]() |
![]() |
![]() |
![]() |
10 . আঠারো বছর বয়স জীবনের জন্য এক যুগসন্ধিক্ষণ। এ সময় আসে বিভিন্ন বাধা-বিপত্তি ও নানা ধরনের ঝুঁকি। তাই কবি এ বয়সকে দুঃসহ বলেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ‘আঠারো বছর বয়স’ কবিতায় মানবজীবনের আঠারো বছর বয়সটিকে দুঃসহ বলে অভিহিত করেছেন। কারণ এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে এই বয়সেই নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তরুণকে। আত্মনির্ভরশীলতার তাড়না তাকে এ সময় অস্থির করে তোলে। স্পর্ধিত সাহসে এই বয়সেই স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নেয় সে ।
-
Attach answer script
![]() |
![]() |
![]() |
![]() |