1 . ওয়াটার সিমেন্ট রেশিও (Water-Cement Ratio) হলো মিশ্রণে ব্যবহৃত পানির পরিমাণ এবং সিমেন্টের পরিমাণের অনুপাত। এটি সাধারণত ওজন অনুযায়ী গণনা করা হয়। যেমন: যদি ৫০ কেজি সিমেন্টে ২৫ লিটার পানি দেওয়া হয়, তবে ওয়াটার সিমেন্ট রেশিও হবে 0.5। কংক্রিটের শক্তির ওপর প্রভাব: ১। কম রেশিও (০.৪ থেকে ০.৫): এই অনুপাত কংক্রিটকে বেশি ঘন ও মজবুত করে। কারণ কম পানি দিলে সিমেন্টের জলীয় বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় এবং ফাঁকা জায়গা কম থাকে। ২। বেশি রেশিও (০.৬ বা তার বেশি): পানি বেশি হলে কংক্রিট দুর্বল হয়। এতে কংক্রিটে ফাঁপা জায়গা বা ফাটল সৃষ্টি হয়, ফলে কম্প্রেশন স্ট্রেংথ কমে যায়। উপসংহার: ওয়াটার সিমেন্ট রেশিও যত কম হবে (যতটুকু প্রয়োজন), কংক্রিট তত বেশি মজবুত ও টেকসই হবে। তাই উপযুক্ত রেশিও বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) — ট্রেড ইন্সট্রাক্টর (12-07-2024) - 2024 এর CQ সমাধান
More

প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।