1 . নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
- A. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্তিত
- B. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরের বাইরে আছে
- C. ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
- D. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
![]() |
![]() |
![]() |
![]() |
2 . কোনটি সরল বাক্য?
- A. যা করবার তা করেছি
- B. তুমি যা বলবে তাই ঠিক
- C. সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
- D. তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
![]() |
![]() |
![]() |
![]() |
3 . কোনটি সরল বাক্য
- A. তার অনেক টাকা আছে
- B. আমি চট্টোগ্রামে থাকি
- C. আমি ভর্তি পরীক্ষা দিতে এসেছি
- D. সব কয়টিই
![]() |
![]() |
![]() |
![]() |
4 . কোনটি সরল বাক্য?
- A. যে রক্ষক সেই ভক্ষক
- B. তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন
- C. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
- D. ধনের ধর্মই অসাম্য
![]() |
![]() |
![]() |
![]() |
5 . কোনটি সরল বাক্য?
- A. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
- B. মেঘ গর্জন করলে, ময়ূর নৃত্য করে।
- C. বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।
- D. যতই করিবে দান, তত যাবে বেড়ে।
![]() |
![]() |
![]() |
![]() |
6 . কোনটি সরল বাক্য?
- A. আমি জানতাম তুমি প্রথম হবে
- B. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
- C. আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে না
- D. পাখিগুলো নীল আকাশে উড়ছে
![]() |
![]() |
![]() |
![]() |
7 . নিচের কোনটি সরল বাক্য?
- A. কর্মব্যস্তকে বিরক্ত করো না
- B. পৃথিবীতে কোন কিছুই অসম্ভব না।
- C. যেমনই কর্ম করিবে, তেমনই ফল পাবে।
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
8 . নিচের কোনটি সরল বাক্য
- A. সে এখানে এলো এবং বসে পড়ল।
- B. লোকটির নিরক্ষর, কিন্তু অজস্র নয়।
- C. পরিশ্রমীরা জীবনে সফল হয়।
- D. বিপদ ও দুঃখ একসাথে আসে।
![]() |
![]() |
![]() |
![]() |