1 . মাঠে জল থই থই করেছে। ‘মাঠে’ পদটি কোন অধিকরণ?

  • A. ঐকদেশিক আধারাধিকরণ
  • B. অভিব্যাপক আধারাধিকরণ
  • C. বৈষয়িক আধারাধিকরণ
  • D. ভাবাধিকরণ
View Answer Discuss in Forum Workspace Report

প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।

2 . গদ্য বা পদ্যের অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাকে বলে-

  • A. সারাংশ বা সারমর্ম
  • B. ভাব-সম্প্রসারণ
  • C. অনুবাদ
  • D. বাক্য সংকোচন
View Answer Discuss in Forum Workspace Report

3 . সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানী ড. মির্জা মােফাজ্জল ইসলাম ‘গ্লোবাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন-  

  • A. বিদ্যুৎ
  • B. পরমাণু শক্তি
  • C. খাদ্য নিরাপত্তা
  • D. তথ্য প্রযুক্তির ক্ষেত্রে
View Answer Discuss in Forum Workspace Report

4 . পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারণ করে?

  • A. ২.০৫%
  • B. ০.৬৮%
  • C. ০.০১%
  • D. ০.০০১%
View Answer Discuss in Forum Workspace Report

5 . 'জল পানের জন্য দেয় অর্থ'- এর বাক্য সংকোচন--

  • A. জালার্থ
  • B. জলসাহায্য
  • C. জলপানি
  • D. জলযান
View Answer Discuss in Forum Workspace Report

6 .   বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা?

  • A. মুখা
  • B. প্রযোজ্য
  • C. প্রযোজক
  • D. ব্যতিহার
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : 2015-2016 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2015
More

7 . চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?

  • A. ১২টি
  • B. ১৪টি
  • C. ১৬টি
  • D. ১৮টি
View Answer Discuss in Forum Workspace Report

8 . বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?

  • A. ৫৫০০ মাইল
  • B. ৪৪২৪ মাইল
  • C. ৩২২০ মাইল
  • D. ২৯২৮ মাইল
View Answer Discuss in Forum Workspace Report

9 . ‘বাঘে-মহিষে একঘাটে জল খায়’ -এ বাক্যে ‘বাঘে-মহিষে’ কোন ধরনের কর্তা? 

  • A. মুখ্য কর্তা
  • B. প্রযোজক কর্তা
  • C. প্রযোজ্য কর্তা
  • D. ব্যাতিহার কর্তা
View Answer Discuss in Forum Workspace Report
১৪ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (25-09-2021)
More

10 . “সোনার তরী “ কবিতায় ‘বাঁকা জল বলতে প্রতীকী অর্থে কী বোঝানো হয়েছে?

  • A. কবির ব্যক্তিসত্তা
  • B. মহাকাল
  • C. কালস্রোত
  • D. কবির সৃষ্টিকর্ম
View Answer Discuss in Forum Workspace Report
B Unit (মানবিক) || ২০২৩-২০২৪ (03-05-2024) || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2024
More

11 . "কাজল কালো" এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • A. কালো কালো
  • B. কাজল রূপ কালো
  • C. কাজল যে কালো
  • D. কাজলের ন্যায় কালো
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৮৪৩৩-04) (21-06-2019)
More

12 . ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?

  • A. অপহ্নতি
  • B. যমক
  • C. অর্থোন্নতি
  • D. অভিযোজন
View Answer Discuss in Forum Workspace Report
৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
More

13 . ”চারি দিকে বাঁকা জল করিছে খেলা।” ‘বাঁকা জল’ কিসের প্রতীক?

  • A. স্রোতপূর্ণ জল
  • B. ঘূর্ণমান জল
  • C. কালস্রোত
  • D. আঁকাবাঁকা স্রোত
View Answer Discuss in Forum Workspace Report
ঘ ইউনিট (2008-2009) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2008
More

14 . "চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • A. কর্মে ২য়া
  • B. করণে ২য়া
  • C. অপাদানে ৩য়া
  • D. অধিকরণে ৩য়া
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(তিতাস-05) (09-01-2010)
More

15 . উদাসিনী সেই পল্লী -বালার নয়নের জল বুঝি '- 'কবর' কবিতার এই পল্লী -বাংলা বৃদ্ধের -

  • A. স্ত্রী
  • B. কন্যা
  • C. পুত্রবধু
  • D. পৌত্রী
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট (2004-2005) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2004
More

16 . জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • A. কর্তায় শূন্য
  • B. অপাদানে শূন্য
  • C. কর্মে শূন্য
  • D. করণে শূন্য
View Answer Discuss in Forum Workspace Report
১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-05-2014)
More

17 . চলতি রীতিতে নিম্নের বাক্যটিতে ভুলের সংখ্যা মোট কয়টি? 'পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত দুস্ত বালকটির সবিনয়ে নিবেদন শুনিয়া উপস্থিত সকলের চোখ অশ্রুসজল হইয়া উঠিল'।

  • A. ৫
  • B. ৬
  • C. ৭
  • D. ৮
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট (2002-2003) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2002
More

18 . 'ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতোটুক স্পর্শ করিলে , এতোটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।' এ উক্তি কোন গল্পে আছে ?

  • A. বিলাসী
  • B. একুশের গল্প
  • C. সৌদামিনী মালো
  • D. একই
View Answer Discuss in Forum Workspace Report
ঘ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More

19 . জল (এর সমার্থক শব্দ কোনটি)

  • A. সলিল
  • B. পঙ্কিল
  • C. বারিধি
  • D. পঙ্ক
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান জুনিয়র অ্যাসিসট্যান্ট অফিসার-১৪.০২.২০১৪
More

20 . 'তামা-তুলসী গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নাম শপথ করছি , আমার জীবন নবানের কল্যাণে উৎসর্গীকৃত ।'সিরাজ-উ-দ্দৌলা নাটকে এ উক্তি কে করে ?

  • A. রায়দুর্লত
  • B. জগৎশেঠ
  • C. উমিচাঁদ
  • D. রাজবল্লভ
View Answer Discuss in Forum Workspace Report
ঘ ইউনিট ২০০০-২০০১ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2000
More

21 . চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে; পানির এ ফুলে উঠাকে বলে ---

  • A. জোয়ার
  • B. ভাটা
  • C. স্রোত
  • D. বাণ
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(ক্যামেলিয়া-05) (10-10-2012)
More

22 . পৃথিবীর বারি মন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারন করে?

  • A. ২.০৫%
  • B. ০.৬৮%
  • C. ০.০১%
  • D. ০.০০১%
View Answer Discuss in Forum Workspace Report
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-12-2017)
More

23 . কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?

  • A. ইলিয়াস শাহী
  • B. হোসেন শাহী
  • C. মোগল
  • D. সুলতানি
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008-(বরিশাল বিভাগ-04) (15-04-2008)
More

24 . বাঘে মহিষে এক ঘাটে জল কায়, বাঘে মহিষে কর্তকারকে প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

  • A. মুখ্য কর্তা
  • B. ব্যতিহার কর্তা
  • C. প্রযোজ্য কর্তা
  • D. ভাববাচ্যের কর্তা
View Answer Discuss in Forum Workspace Report
গ ইউনিট ১৯৯২-১৯৯৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1992
More

25 . আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?

  • A. ১৯৬৭
  • B. ১৯৬২
  • C. ১৯৬৯
  • D. ১৯৭০
View Answer Discuss in Forum Workspace Report
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
More

26 . প্রাণদ : জল : : মহীজ : ?

  • A. সম্বর
  • B. গ্রহ
  • C. নিঃসর্গ
  • D. অশ্ব
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) - 21.07.2017
More

27 . সন্নাসী দেখলেন, দূরন্ত গতিতে উজ্জল রশ্মি এগিয়ে আসছে। -এই বাক্যে ভুলের সংখ্যা কয়টি?

  • A. একটি
  • B. দুটি
  • C. তিনটি
  • D. চারটি
View Answer Discuss in Forum Workspace Report
B ইউনিট : ২০১৬-২০১৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2016
More

28 . সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • A. কর্মে সপ্তমী
  • B. করণে শূণ্য
  • C. সম্প্রদানে শূন্য
  • D. কর্মে শূন্য
View Answer Discuss in Forum Workspace Report
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
More

29 . কাজলের মত কালাে=কাজল কালাে’---কোন সমাস?

  • A. উপমান কর্মধারয়
  • B. উপমিত কর্মধারয়
  • C. রূপক কর্মধারয়
  • D. উপমান বহুব্রীহি
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : ২০১১-২০১২ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2011
More

30 . 'যা জল দেয়'-এর এক কথায় প্রকাশ কি?

  • A. পাটোয়ারী
  • B. জলদ
  • C. জলাধার
  • D. জলধি
View Answer Discuss in Forum Workspace Report
প্রাণিসম্পদ অধিদপ্তর || ল্যাবরেটরী টেকনিশিয়ান (18-03-2023)
More

31 . 'দেশবাসীর উচিত বিদ্যোৎসাহী ব্যাক্তিদের গণপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহন সাহায্যে - সহযোগিতা করিয়া দেশ ও দশের কল্যণ সাধনে নিজেদের বলিষ্ট ভুমিকা সমুজ্জল রাখবেন'।- চলিত বাংলায় লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-

  • A. নয়
  • B. আট
  • C. সাত
  • D. ছয়
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট : 2010-2011 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2010
More

32 . 'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?

  • A. কর্তৃকারকে ৭মী
  • B. কর্মকারকে শূন্য
  • C. কর্তৃকারকে শূন্য
  • D. করণ কারকে শূন্য
View Answer Discuss in Forum Workspace Report
১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
More

33 . 'জল বৃদ্ধির নিমিত্ত যদি বর্ষার সাহায্য পায়, মেঘ আবার নদীর নিকট ঋণী ।' কোন রচনার অংশ ?

  • A. অর্ধাঙ্গী
  • B. দুর্যোগ প্রবন পৃথিবী :বাংলাদেশ ও বিশ্ব
  • C. সৌদামিনী মালো
  • D. বিলাসী
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2007-2008 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2007
More

34 . বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা?

  • A. প্রযোজ্য
  • B. প্রযোজক
  • C. ব্যতিহার
  • D. মুখ্য
View Answer Discuss in Forum Workspace Report
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা - 28.04.2017
More

35 . ”গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?

  • A. পদ্মা
  • B. মেঘনা
  • C. যমুনা
  • D. তিস্তা
View Answer Discuss in Forum Workspace Report
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক - 08.12.2017
More

36 . কোন নৃগোষ্ঠীর লোকজন 'সাংগ্রাই' (জল উৎসব) পালন করে?

  • A. রাখাইন ও মারমারা
  • B. গারো ও চাকমারা
  • C. মারমা ও গারোরা
  • D. চাকমা ও রাখাইনরা
View Answer Discuss in Forum Workspace Report

37 . ‘জল শব্দের সামার্থক নয় কোনটি?

  • A. নীর
  • B. সলিল
  • C. উদক
  • D. জলধি
View Answer Discuss in Forum Workspace Report
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
More

38 . আবুল ফজল রচিত প্রবন্ধ হলো— 

  • A. সাহিত্য সংস্কৃতি ও জীবন
  • B.
  • C.
  • D.
View Answer Discuss in Forum Workspace Report

39 .  যদি ১৮টি পাম্প দিনে ৭ ঘন্টা কাজ করে ১০ দিনে ২১৭০ টন জল অপসারণ করতে পারে, তাহলে ১৬ টি পাম্প দিনে ৯ ঘন্টা কাজ করে কত দিনে ১৭৩৬ টন জল অপসারণ করতে পারে?

  • A. ৬
  • B. ৭
  • C. ৮
  • D. ৯
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক) (04-08-2023)
More

40 . একটি উচ্চ চাপের জল জেট ব্যবহার করে সমুদ্রতল বা মন্ডলে একটি পানির আধোবাহিনী বা গ্রুভ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়

  • A. ওয়াটার ইনজেকশন ড্রেজিং
  • B. সাকশন ড্রেজিং
  • C. আন্ডার ওয়াটার রাস্টিং
  • D. ওয়াটার জেটিং
View Answer Discuss in Forum Workspace Report
পায়রা বন্দর কর্তৃপক্ষ ।। উপসহকারী প্রকৌশলী সিভিল (20-05-2023)
More

41 . কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি

  • A. লাঙ্গল
  • B. ধূমকেতু
  • C. নবযুগ
  • D. বিজলী
View Answer Discuss in Forum Workspace Report
অফিসার (সাধারণ) ২৭.১২. ২০১৯
More

42 . ৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সমুদ্রজল থেকে ১ লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্তক কত শতাংশ হবে?

  • A. ৪
  • B. ৩.৬
  • C. ৪.৮
  • D. ৫.২
View Answer Discuss in Forum Workspace Report
৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009)
More

43 . 'চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা'- 'বাঁকা জল' বলতে কী বোঝানো হয়েছে?

  • A. মহাকালের স্রোত
  • B. বিধ্বংসী নদীল জল
  • C. A ও B দুটোই
  • D. উপরের কোনোটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
A unit (মানবিক) শিফট-২ (২০২৩-২০২৪) || (06-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয়
More

44 . আবুল ফজল ছাত্রজীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

  • A. ভাষা আন্দোলন
  • B. বুদ্ধির মুক্তি আন্দোলন
  • C. ব্রিটিশবিরোধী আন্দোলন
  • D. স্বদেশি আন্দোলন
View Answer Discuss in Forum Workspace Report
B Unit (মানবিক) || ২০২৩-২০২৪ (03-05-2024) || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2024
More

45 . মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিরক্ষা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন?

  • A. বুদ্ধির মুক্তি আন্দোলন
  • B. একাত্তরের মুক্তিযুদ্ধ
  • C. ঊনসত্তরের গণঅভ্যুস্থান
  • D. ভাষা আন্দোলন
View Answer Discuss in Forum Workspace Report
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা । ২০২২-২০২৩ || 2023
More

46 . যা জল দেয়' এর এক কথার প্রকাশ হল-

  • A. জলদাতা
  • B. জলজ
  • C. জলদ
  • D. জলদানকারী
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : 2013-2014 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2013
More

47 . সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নাবিক’ নামক একটি জল-রোবট তৈরি করেছে?

  • A. ব্র্যাক বিশ্ববিদ্যালয়। (দল: নাবিক অটোমেশনস)
  • B.
  • C.
  • D.
View Answer Discuss in Forum Workspace Report

48 . জল পড়ে জল কোন কারক কোন বিভক্তি?

  • A. কর্তায় ২য়া
  • B. কর্তায় ৫মী
  • C. ‘কর্তায় শূণ্য
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2011-2012 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2011
More

49 . চিত্রের সবগুো বাল্ব অনুরুপ হলে কোন কোন বাল্ব সবচেয়ে উজ্জল জ্বলবে?

  • A. ১
  • B. ৩
  • C. ৪
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2011-2012 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2011
More

50 . নির্জল = নাই জল যাহাতে = বহুব্রীহি

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

51 . জল সমতল হইতে তলদেশ পর্যন্ত খাড়া দুরত্বকে বলে-

  • A. সাউন্ডিং
  • B. লঘুকৃত সাউন্ডিং
  • C. এলিভেশন
  • D. উচ্চতা
View Answer Discuss in Forum Workspace Report
ঢাকা ওয়াসা || উপ-সহকারী প্রকৌশলী (27-04-2024)
More

52 . জল = বারি, উদক

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

53 . পা ধোয়ার জল - পাদ্য।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

54 . কোন নৃগোষ্ঠীর লোকজন 'সাংগ্রাই' (জল উৎসব) পালন করে?

  • A. রাখাইন ও মারমারা
  • B. গারো ও চাকমারা
  • C. মারমা ও গারোরা
  • D. চাকমা ও রাখাইনরা
View Answer Discuss in Forum Workspace Report

55 . ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?

  • A. নওরোজ
  • B. জাতীয় উৎসব
  • C. সার্বজনীন উৎসব
  • D. বর্ষবরণ উৎসব
View Answer Discuss in Forum Workspace Report
খাদ্য অধিদপ্তর || অডিটর (28-01-2022)
More

56 . একটি উচ্চ চাপের জল জেট ব্যবহার করে সমুদ্রতল বা মন্ডলে একটি পানির আধোবাহিনী বা গ্রুভ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়

  • A. ওয়াটার ইনজেকশন ড্রেজিং
  • B. সাকশন ড্রেজিং
  • C. আন্ডার ওয়াটার রাস্টিং
  • D. ওয়াটার জেটিং
View Answer Discuss in Forum Workspace Report

57 . প্রাণদ : জল : : মহীজ : ?

  • A. সম্বর
  • B. গ্রহ
  • C. নিঃসর্গ
  • D. অশ্ব
View Answer Discuss in Forum Workspace Report

58 . ❝ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।❞ - উক্তিটির বিশ্লেষণ এই উক্তিটির মাধ্যমে মানুষের একপ্রকার প্রাণহীন, সৌন্দর্যহীন ও অনুপ্রেরণাবিহীন অবস্থাকে উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে "ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল" একটি চিত্রকল্প, যা তার রঙ-রূপ হারানো, ম্লান ও জীবনশূন্য অবস্থার প্রতীক। বাসি ফুল যেমন প্রথমে সুন্দর হলেও একসময় জৌলুস হারিয়ে ঝিমিয়ে পড়ে, তেমনি কোনো ব্যক্তি যদি জীবনের প্রাণশক্তি, উদ্দীপনা বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তবে সে সেই বাসি ফুলের মতো নিস্তেজ হয়ে পড়ে। এটি কেবল বাহ্যিক রূপ হারানো নয়, বরং আভ্যন্তরীণ চেতনা ও মনোবল হারানোরও প্রতিফলন। এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে—একজন মানুষ বাহ্যিকভাবে উপস্থিত থাকলেও যদি তার মনোজগতে প্রাণ না থাকে, তবে সে শুধুই একটি অস্তিত্ব মাত্র, যার কোনো অর্থবহ প্রভাব নেই। সারসংক্ষেপ: এই উপমার মাধ্যমে বলা হয়েছে যে, প্রাণহীন, অনুপ্রাণিতিহীন জীবন মানেই হল একরাশ বাসি ফুল—দেখতে আছে, কিন্তু প্রাণ নেই; গন্ধ নেই, সৌন্দর্য নেই।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) — জুনিয়র শিক্ষক (12-07-2024) - 2024
More

59 . দেশ রক্ষার স্বার্থে মীরজাফর নিচের কাকে পবিত্র কোরআন ও তুলসী গঙ্গাজল ছুঁইয়ে শপথ করাননি?

  • A. জগৎশেঠ
  • B. রাজবল্লভ
  • C. উমিচাঁদ
  • D. মানিক চাঁদ
View Answer Discuss in Forum Workspace Report
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — B1 উপ-ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ) — সেশন: ২০২৪-২০২৫ (10-03-2025)
More