1 . ডিজিটাল থিওডোলাইটের অংশসমূহ: ১। টেলিস্কোপ (Telescope) – লক্ষ্যবস্তু দেখার জন্য। ২। উপরে ও নিচে ঘোরার চক্র (Vertical Circle) – উল্লম্ব কোণ পরিমাপের জন্য। ৩। আনুভূমিক চক্র (Horizontal Circle) – অনুভূমিক কোণ পরিমাপের জন্য। ৪। লেবেলিং স্ক্রু (Leveling Screws) – যন্ত্রটিকে সমতল করার জন্য। ৫। ডিজিটাল ডিসপ্লে (Digital Display Panel) – কোণের মান সংখ্যা আকারে দেখায়। ৬। কী-প্যাড (Keypad) – ইনপুট দেওয়ার জন্য বোতাম থাকে। ৭। প্লাম্ব বব বা লেজার প্লাম্ব (Optical or Laser Plummet) – যন্ত্রটিকে নির্দিষ্ট বিন্দুর ওপর বসানোর জন্য। ৮। ব্যাটারি ও পাওয়ার সিস্টেম – যন্ত্র চালাতে বিদ্যুৎ সরবরাহ করে। ৯। ট্রাইব্যাচ (Tribrach) – যন্ত্রটি ট্রাইপডের সাথে সংযুক্ত রাখে এবং কেন্দ্রীভবনের জন্য ব্যবহৃত হয়। ১০। ট্রাইপড (Tripod) – থিওডোলাইটকে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখে।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) — ট্রেড ইন্সট্রাক্টর (12-07-2024) - 2024 এর CQ সমাধান
More

প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।