1 . সম্প্রদানে ষষ্ঠী।যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) ইত্যাদি সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমনঃ দেশের জন্য সেবা কর। প্রদত্ত দেশের জন্য ‘সেবা করা স্বত্ব ত্যাগ অর্থেই প্রকাশিত প্রকাশিদ এবং ‘দেশের (দেশ + এর) সাথে ৬ষ্ঠ বিভক্তি যুক্ত হয়েছে।
-
Attach answer script
View Answer | Discuss in Forum | Workspace | Report |