1 . একটি ক্রয় চালানো প্রতিটি ৮০০ টাকার ৫টি পণ্য অন্তভূক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েচে। যদি ধারে ক্রয়ের সময়কালে মধ্যে পরিশোধিত হয়, তাহলে তোমার চেকটি কত টাকা হবে?
- A. ২,৮৫০ টাকা
- B. ২,৮০০ টাকা
- C. ২,৬০০ টাকা
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
2 . নগদ বাট্টা-
- A. বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়
- B. বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না
- C. A ও B উভয়ই
- D. উপরের কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
3 . একটি ক্রয় চালানে প্রতিটি ৮০০ টাকা ৫টি পন্য অর্ন্তভুক্ত করা হয়েছে যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারী বাট্টা এবং ৫টাকা হারে নগদ বাট্টা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময় কালের মধ্যে পরিশোধিত হয়, তাহলে চেকটি কত টাকার হবে।
- A. ২৮৫০ টাকা
- B. ২৮০০ টাকা
- C. ২৬০০ টাকা
- D. ২৯০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
4 . ”দেনাদারের উপর নগদ বাট্টা প্রদান “ - এর জাবেদা এন্ট্রি হবে-
- A. প্রদত্ত বাট্টা হিসাব্ ক্রেঃ , বিবিধ দেনাদার হিসাব ডেঃ
- B. বিবিধ দেনাদার হিসাব ক্রেঃ বাট্টা হিসাব্ ক্রেঃ
- C. বিবিধ দেনাদার হিসাব ডেঃ, নগদান হিসাব ক্রেঃ
- D. কোনটি নয়
![]() |
![]() |
![]() |
![]() |