1 . শিকল জরিপ হলো একটি প্রাথমিক ও সাধারণ ভূমি জরিপ পদ্ধতি, যেখানে ভূমির দৈর্ঘ্য ও দূরত্ব মাপার জন্য শিকল বা টেপ ব্যবহার করা হয়। এটি সাধারণত সমতল এলাকায় ভূমির আয়তন নির্ণয় বা মানচিত্র আঁকার কাজে ব্যবহৃত হয়। শিকল জরিপের মূলনীতিসমূহ: ১। জমি ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করা — যাতে সহজে মাপা ও অঙ্কন করা যায়। ২। সরাসরি রেখা ব্যবহার করা — প্রধান রেখাগুলো সোজা হতে হবে। ৩। স্পষ্ট দৃশ্য রেখা নির্বাচন করা — যেখান থেকে এক বিন্দু থেকে অন্য বিন্দু দেখা যায়। ৪। সহজ ও কার্যকর দিক থেকে মাপ নেওয়া — ঝামেলাবিহীন ও সময় বাঁচানোর জন্য। ৫। সঠিক রেকর্ড রাখা — সমস্ত মাপ ও তথ্য মাঠ বই (Field Book)-এ স্পষ্টভাবে লিখতে হয়। ৬। চিহ্নিত বিন্দু নির্ধারণ করা — জরিপের প্রধান ও সহায়ক বিন্দুতে চিহ্ন দিয়ে রাখতে হয়।
-
Attach answer script
![]() |
![]() |
![]() |
![]() |