Answer: Option
A
Explanation:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের তৃতীয় সংশোধন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন, কূপ খনন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, জুট টেক্সটাইল মিল স্থাপন, খুলনা পানি সরবরাহ প্রকল্প, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্পসহ শিক্ষা, গবেষণা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত একাধিক উদ্যোগ।
এছাড়া অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে ফসল উৎপাদন ব্যয় জরিপ, মৎস্যসম্পদ উন্নয়ন, কোস্টাল ও মেরিন ফিশারিজ, বীমা খাত উন্নয়ন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি আধুনিকীকরণ, নতুন সার্কিট হাউস নির্মাণ, সেনানিবাসে অবকাঠামো উন্নয়ন, পাট ও পাটবীজ উৎপাদন এবং পর্যটন কেন্দ্র নির্মাণ।
সরকারের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গবেষণা, বাণিজ্য, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতে উন্নয়ন হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সূচকে ইতিবাচক প্রভাব ফেলবে।