View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
32 . ২০০৫ সালে ক ও খ এর মূলধনের সুদ কত টাকা?
- A. ১৫০ ও ৩০০
- B. ১২০ ও ৪০০
- C. ২০০ ও ৩০০
- D. ১০৯ ও ৯০০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট (2006-2007) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2006
More
33 . ২০০৪ সালে ক ও খ- এর মূলধনে সুদ কত টাকা ছিল?
- A. ১৬৫ ও ২০০
- B. ১৫০ ও ৩০০
- C. ১২৩ ও ১৩২
- D. ১৪৫ ও ১৪২
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট (2006-2007) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2006
More
34 . ২০০০ সালের ১ লা জানুয়ারী তারিখে একটি মেশিন ক্রয় করা হয় , যার মূল্য ৫,০০,০০০ টাকা ও আয়ুঙ্কাল ১০ বৎসর । অবচয় ধার্যের ক্ষেত্রে সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করা হয়। ২০০৫ সালের ৩০ শে জুন তারিখে মেশিনটি ১,৯০,০০০ টাকায় বিক্রয় হয়,এ বিক্রয়ের ফলে :
- A. ৩৫,০০০০ টাকা ক্ষতি
- B. ৩০,০০০ টাকা লাভ
- C. ৩৫,০০০ টাকা লাভ
- D. ২৫,০০০ ক্ষতি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
D ইউনিট : 2009-2010 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2009
More
View Answer | Discuss in Forum | Workspace | Report |
C Unit : 2021-2022 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2021
More
36 . ১৯৯৮ সালের ৩ বছরের জন্য ৩,৬০০ টাকায় একটি বীমা পলিসি ক্রয় করা হয় এবং অগ্রিম প্রদত্ত বীমা হিসাবে ডেবিট করা হয়। ১৯৯৯ সালে ধরা পড়ে যে, ১৯৯৮ সালে বীমা সম্পর্কে কোনো দাখিলা দেওয়া হয়নি এবং এজন্য ১৯৯৮ সালের নিট আয় (কোনো কর নাই নিয়ে) ১,০০০ টাকা বেশি দেখানো হয়েছে- এই পলিসিটি যে তারিখে ক্রয় করা হয়েছিল?
- A. ০১ , জানুয়ারি ১৯৯৮
- B. ০১ ফেব্রুয়ারি ১৯৯৮
- C. ০১, মার্চ ১৯৯৮
- D. ০১, এপ্রিল ১৯৯৮
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট (2001-2002) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2001
More
37 . ১৯৯৮ সনের জানুয়ারি ১ তারিকে ন্দেহজনক ঋন সঞ্চিতি জের ছিল ১০,০০০ টাকা। ঐ বৎসর কৃ-ঋণের পরিমান ছিল মোট ১৮,০০০ টাকা বৎসর মোট ধারে বিক্রীত পরিমান ছিল ১০,০০,০০০ টাকা। কৃ-ঋণ সঞ্চিতি হার শতকরা ২ ভাগ। বৎসরান্তে সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাবেরর জের কত হবে?
- A. ১২,০০০ টাকা
- B. ২০,০০০ টাকা
- C. ১৭,০০০ টাকা
- D. ৩০,০০০ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৮-১৯৯৯ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1998
More
38 . ১৯৯৬ সনের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে পাইন কোং মোট ৪৬,০০০ টাকা সুদ প্রদান করে কিন্তু ঐ বছরের আয়-ব্যয় বিবরণীতে সঠিকভাবে মোট ৫০,০০ টাকা সুদ হিসাবে করচ দেখানোহয়। ঐ বছরের প্রথমে বা শেষে কোনো আগাম প্রদত্ত সুদ ছিল না। ১৯৯৬ সনের ৩১ ডিসেম্বর তারিকে তারিখে কত টাকা কত টাকা প্রদেয় সুদ ছিল?
- A. শূন্য
- B. ১,০০০ টাকা
- C. ৪,০০০ টাকা
- D. ৫,০০০ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More
39 . ১৯৯৬ সনের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬, ০০০ টাকা । ১৯৯৬ সনের কৃ- ঋণের পরিমান দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋনের জন্য ৫% হারে সঞ্চিতি রাখতে হবে- কৃ-ঋনি সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত?
- A. ৭,৫০০ টাকা
- B. ৩,৫০০ টাকা
- C. ৫,৫০০ টাকা
- D. ৯,৫০০ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More
40 . ১৯৯৫ সনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিম্নলিখিত লেনদেন সমূহ সংঘটিত হয়; নগদ বিক্রয় ১০,০০,০০০ টাকা। বাকিতে বিক্রয় ১০,০০,০০০ টাকা; বাকিতে বিক্রয় ২৪,০০,০০০ টাকা, দেনাদার হতে প্রাপ্ত অর্থ ৮,০০,০০০ টাকা বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রেতাদের উপর হতে প্রাপ্ত ফেরত পদ্ধতিতে ক্রয়মূল্যের উপর ২০% ধরে ২,৪০,০০০ টাকার মালামাল প্রেরণ ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত ১,০০,০০০ টাকা। বিক্রয় বইতে কত টাকা লিপিব্ধ করা হবে?
- A. ৩৬,৪০,০০ টাকা
- B. ৩৫,৪০,০০০ টাকা
- C. ২৪,০০,০০০ টাকা
- D. ২৫,৪০,০০০ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৫-১৯৯৬ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1995
More
41 . ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কতভাবে কোম্পানির ব্যালেন্স সীট তৈয়ার করা যায়?
- A. একভাবে
- B. দু্ ভাবে
- C. তিন ভাবে
- D. চার ভাবে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
C ইউনিট : 2006-2007 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2006
More
42 . ১৯৯৩ সনের জানুয়ারি মাসে মোট দেনাদার হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা। ১৯৯৩ সনে ২৫,০০ টাকা কু-ঋণ সঞ্চিতি রাখতে হবে। এ ব্যাপরে ১৯৯৩ সনের মুনাফার বিপরীতে কত টাকা বাদ দিতে হবে?
- A. ২৫,০০০ টাকা
- B. ২২,৫০০০ টাকা
- C. ১৮,৭৫০ টাকা
- D. ৪৩,৭৫০ টাকা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৩-১৯৯২ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1993
More
43 . ১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের। যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখন হবে-
- A. নগদান হিসাব ডেবিট ৭০,০০০ প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭০,০০০
- B. নগদান হিসাব ডেবিট ৭৬,০০০ প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬,০০০
- C. নগদান হিসাব ডেবিট ৬০,০০০ প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬০,০০০
- D. নগদান হিসাব ডেবিট ৬৬,০০০ প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৬৬,০০০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯২-১৯৯৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1992
More
44 . ১৯৯০ সালের ১৪ আগস্ট তারিখে জারিকৃত ১২০ দিনের একটি নোটের দেয় তারিখ হবে-
- A. ডিসেম্বর ১১.১৯৯০
- B. ডিসেম্বর ১২.১৯৯০
- C. ডিসেম্বের ১৩.১৯৯০
- D. ডিসেম্বর ১৩, ১৯৯০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More
45 . ১৯৯০ সালের ১ জানুয়ারি তারিকে একটি মেশিন ক্রয় করা হয়, যার মূল্য ১,০০,০০০ টাকা এবং আয়ুষ্কার ১০ বছর। প্রতি বচরেই সমপরিমাণ অবচয় ধরা হয়। এই বিক্রয়ের ফলে কত লাভ বা ক্ষতি হয়?
- A. ৩২,০০০ টাকা লাভ
- B. ৩০,০০০ টাকা ক্ষতি
- C. ৪৪,০০০ টাকা ক্ষতি
- D. ২০,০০০ টাকা লাভ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
গ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More