5686 . কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে ?
- A. ছুটি হলে ঘন্টা বাজে
- B. তাকে গ্রামে যেতে হবে
- C. আমার যাওয়া হবেনা
- D. সে গ্রামে যাবে
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018)
More
5687 . কোন বাক্যে ভবিষ্যৎকাল বুঝানো হয়েছে?
- A. চেষ্টা কর বুঝতে পারবে
- B. সদা সত্য কথা বলতে হবে
- C. রোগ হলে ঔষধ খেতে হবে
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-০৬.০৫.২০১১
More
5688 . কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
- A. সে গুনবান
- B. মেটে কলসী
- C. ঘোড়া খুব দ্রুত চলে
- D. যায় যায় দিন
![]() |
![]() |
![]() |
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ || নার্সিং(Nursing) ভর্তি পরীক্ষা || 2020
More
5689 . কোন বাক্যে বহুবচনের বাহুল্যদোষ ঘটছে?
- A. সেই মানুষেরা সবচেয়ে ভালো
- B. সন্ধ্যা পাখিদের নীড়ে ফেরার সময়
- C. সেইসব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ভালো করে
- D. পাহাড়ের মতো মেঘরাশি আকাশে ভাসে
![]() |
![]() |
![]() |
A unit (মানবিক) শিফট-২ (২০২৩-২০২৪) || (06-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয়
More
5690 . কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরূপে ব্যবহৃত হয়েছে?
- A. 'ভালো' বাড়ি পাওয়া কঠিন
- B. 'মন্দ' কথা বলতে নেই
- C. 'শীতকালে' কুয়াশা পড়ে
- D. গভীর 'নিশীথে' প্রকৃতি সুপ্ত
![]() |
![]() |
![]() |
ডাক অধিদপ্তর || উপজেলা পোস্টমাস্টার (31-05-2024)
More
5691 . কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
- A. ওরা কি করে?
- B. আপনি আসবেন
- C. আমরা যাচ্ছি
- D. তোরা খাসনে
![]() |
![]() |
![]() |
১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
More
5692 . কোন বাক্যে ধ্বন্যাত্বক শব্দ আছে?
- A. চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল
- B. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
- C. লোকটি তীরবেগে চলিয়া গেল
- D. সে প্রায় চিৎকার করে কথা বলল
![]() |
![]() |
![]() |
ডাক অধিদপ্তর || ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস / সমমান (17-05-2024)
More
5693 . কোন বাক্যে ক্রিয়া-বিশ্লেষণ রয়েছে?
- A. তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন
- B. তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
- C. তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
- D. তিনি পথে পথে হাঁটেন।
![]() |
![]() |
![]() |
5694 . কোন বাক্যে ক্রিয়া অনুক্ত?
- A. খুব শীত লাগছে।
- B. মনটা ভালো নেই আমার।
- C. করিম স্কুলে যায়।
- D. আজ প্রচণ্ড গরম।
![]() |
![]() |
![]() |
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || ইন্সপেক্টর / সিনিয়র অফিসার / নিরাপত্তা কর্মকর্তা (24-02-2024)
More
5695 . কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে?
- A. তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।
- B. তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
- C. তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
- D. তিনি প্রতিদিন লাঠি হাতে হাঁটেন।
![]() |
![]() |
![]() |
কারিগরি শিক্ষা অধিদপ্তর ।। ইন্সট্রাক্টর (13-05-2023)
More
5696 . কোন বাক্যে কর্মকারকে শূন্য বিভক্তি রয়েচ্ছে?
- A. শিক্ষক মহোদয় ছাত্রকে পড়াচ্ছেন
- B. তোমায় বলব
- C. ডাক্তার ডাক
- D. আমি ঢাকা যাচ্ছি
![]() |
![]() |
![]() |
খ ইউনিট : 2011-2012 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2011
More
5697 . কোন বাক্যে কমার অসংগত প্রয়োগ ঘটেছে?
- A. কেউই জানেনা, সে কোথায় গেছে
- B. বেশ, তাই হবে
- C. তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি
- D. তুমিও যাবে, আমিও যাব
![]() |
![]() |
![]() |
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড || সহকারী পরিচালক (22-11-2024) || 2024
More
5698 . কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নাই ?
- A. তাকে বলতে দাও
- B. তুমি বল,আমি শুনি
- C. আমরা বাঁচতে চাই
- D. সে দেখতে লাগলো
![]() |
![]() |
![]() |
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-০৩.০২.২০০৭
More
5699 . কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে?
- A. ভদ্রলোক পড়ছেন
- B. ভদ্রলোক বই পড়ছেন
- C. ভদ্রলোক টেবিলে বই পড়ছেন
- D. ভদ্রলোক লাল বই পড়ছেন
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয় || বাংলাদেশ জরিপ অধিদপ্তর || সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে (27-04-2005)
More
5700 . কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে?
- A. তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
- B. তুমি আমার কাজটি করে দেবে তো?
- C. আমি জানি তুমি কাজটি করে দেবে।
- D. কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।
![]() |
![]() |
![]() |
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক - 08.12.2017
More