136 . রাসেলকে তার বাবা কিছু টাকা রাখতে দেয়। রাসেল তা থেকে ২টি ১০০ টাকার নোট আলাদা করে রাখে। রাসেলের এই মনোবৃত্তি কোন অভীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়?
- A. সাক্ষাৎকার অভীক্ষা
- B. ব্যক্তিত্ব প্রশ্নমালা অভীক্ষা
- C. পরিস্থিতিমূলক অভীক্ষা
- D. রোশাক অভীক্ষা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
137 . রাসেল যখন নিঃসঙ্গ থাকে তখন শিক্ষকরা তাকে অবজ্ঞা করে আবার যখন সে সহপাঠীদের সাথে খেলা করে তখন উৎসাহিত করে- এটি মনোভাব গঠনের কোন প্রক্রিয়া?
- A. অনুকরণ শিক্ষণ
- B. একাত্মীভাবন
- C. সহায়ক শিক্ষণ
- D. ভূমিকা শিক্ষণ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
138 . রাশেদা সব সময় স্কয়ারের চাকা পাউডার ব্যবহার করেন। পরবর্তীতে স্কয়ার কোম্পানি সাবান বাজারজাত করলে তিনি সেটাও কেনা শুরু করেন। এক্ষেত্রে রাশেদার কোন ধরনের মনোভাবের পরিচয় পাওয়া যায়?
- A. আকর্ষণীয়তা
- B. সাদৃশ্যপূর্ণতা
- C. বিশ্বাসযোগ্যতা
- D. একাত্মীভাবন
View Answer | Discuss in Forum | Workspace | Report |
139 . রাশিয়ার জার শাসনের অত্যাচারে জর্জরিত হয়ে কিছু মানুষ কমিউনিস্ট ভাবাপন্ন হয়ে পড়েছিল। এটি মনোভাবের কোন শর্তের উদাহরণ?
- A. সমাকলন
- B. পৃথকীকরণ
- C. মানসিক আঘাত
- D. গ্রহণ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
140 . রানা হলিউডের নায়ক টম ক্রুজকে মডেল হিসেবে গ্রহণ করে, তার আচার-আচরণ আয়ত্ত করার চেষ্টা করে। এটা কোন ধরনের শিক্ষণ?
- A. অনুকরণ শিক্ষণ
- B. পর্যবেক্ষণ শিক্ষণ
- C. প্রাসঙ্গিক শিক্ষণ
- D. আদর্শ প্রতীক শিক্ষণ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
141 . রাজুর স্কয়ার টয়লেট্রিজ পণ্যের প্রতি ভালো মনোভাব আছে। রাজু এ কোম্পানির সব ধরনের পণ্যের প্রতি ইতিবাচক মনোভাবের সাথে ক্রয় করে। এটি রাজুর মনোভাব পরিবর্তনের কোন উৎস?
- A. বার্তা উৎস
- B. বার্তা সূচি
- C. বার্তা গ্রহণীয়তা
- D. মতানুবর্তিতা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
142 . রাজু লম্বায় খুবই খাটো- এ জন্য তার সেনাবাহিনীতে যোগদান করা সম্ভব হয়নি। এখানে রাজুর হতাশার কারণ কোনটি?
- A. পরিবেশগত
- B. সামাজিক
- C. ব্যক্তিগত
- D. প্রতিযোগিতা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
143 . রাজু বাড়িতে আগত আত্মীয়স্বজনকে সালাম দিল। এটা দেখে রাজুর ছোট ভাই সাজুও তাদেরকে সালাম দিল। এটি সামাজিকীকরণের কোন শিক্ষণ?
- A. ভূমিক্ষা শিক্ষণ
- B. পর্যবেক্ষণ শিক্ষণ
- C. করণ শিক্ষণ
- D. প্রাসঙ্গিক শিক্ষণ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
144 . রাজু অফিসের বড় কর্মকর্তার বকা খেয়ে ফিরে এসে তার পিয়নকে অযথা ধাক্কা লাগায়। রাজুর এ ধরনের আচরণের জন্য দায়ী কোন উৎসটি?
- A. জন্মগত প্রবৃত্তি
- B. আগ্রাসী নোদনা
- C. উসকানি
- D. বিফলতা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
145 . রাজনৈতিক মূল্যবোধের সংজ্ঞা প্রদান করেন-i. জে আর গেলii. ই আর স্মিথiii. জেন পিঁয়াজ নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
146 . রাজনৈতিক মূল্যবোধগুলো ব্যক্তির জীবনাচরণে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম হয়- i. রাষ্ট্রীয় পর্যায়ে ii. জাতীয় পর্যায়েiii. আন্তর্জাতিক পর্যায়ে নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
147 . রাজনৈতিক দল যেভাবে ক্ষমতা দখল করতে চায় ?
- A. শর্ত সাপেক্ষে
- B. পিছনের দরজা দিয়ে
- C. নিয়মতান্ত্রিকভাবে
- D. জোরপূর্বক
View Answer | Discuss in Forum | Workspace | Report |
148 . রাকা বাংলা শেখার পরই বিরতি না দিয়ে ইংরেজি বিষয় শিখল। ফলে বাংলার কিছু অংশ ভুলে গেছে। এ মতবাদের নাম কী?
- A. পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা
- B. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা
- C. অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়
- D. জাইগারনিক মতবাদ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
149 . রস স্ট্যাগনার মনোভাব গঠনের কয়টি শর্তের উল্লেখ করেছেন?
- A. দুটি
- B. তিনটি
- C. চারটি
- D. পাঁচটি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
150 . রক্ত কোষ কোন ধরণের আলোতে দেখতে সাহায্য করে?
- A. উজ্জল আলোতে
- B. মৃদু আলোতে
- C. রঙ্গিন আলোতে
- D. কোনটিই নয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
F ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More