451 . থার্সটোন বুদ্ধির ক্ষেত্রে কয়টি প্রাথমিক ক্ষমতার কথা বলেছেন?
- A. ৩টি
- B. ৫টি
- C. ৭টি
- D. ৯টি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
452 . থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের অভাবে শিশুর মধ্যে কোন রোগ দেখা যায়?
- A. এনসেফালাইটিস
- B. ক্রেটিনিজম
- C. ডাউন সিন্ড্রোম
- D. সেরিব্রাল পালসি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
C unit (অ- বিজ্ঞান) গ্রুপ-৫ (২০২২-২০২৩)।। (31-05-2023) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2023
More
453 . তুলনীয় উদ্দীপকের যে মাত্রাকে পরীক্ষনপাত্র আদরশ উদ্দীপকের সমান মনে কর সে মাত্রাকে বলা হয়?
- A. ওয়েবারের সূত্র
- B. ব্যাক্তিগত সমতা বিন্দু
- C. সর্বনিম্ন সংবেদন সীমা
- D. কোনটিই নয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
F ইউনিট : 2013-2014 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2013
More
454 . তুমি এই প্রশ্নটি পড়ছো এবং ভাবছো যে কোনটি সঠিক উত্তর হবে। তারপর তুমি সিদ্ধান্ত নিয়েছ কোন উত্তরটি তুমি দাগাবে। এরকম সিদ্ধান্ত নেয়ার সময় তোমার মস্তিষ্কের কোন অংশ কার্যকরী ভূমিকা পালন করেছে? (You are reading this question and thinking of the correct answer. Then you have decided which one to answer. What lobe of the brain plays active role in such decision making?)
- A. সম্মুখ মস্তিষ্ক (Frontal)
- B. মধ্য মস্তিষ্ক (Parietal)
- C. পশ্চাৎ মস্তিষ্ক (Occipital)
- D. পার্শ্বীয় মস্তিষ্ক (Temporal)
View Answer | Discuss in Forum | Workspace | Report |
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা :বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান + মানবিক + ব্যবসা শিক্ষা শাখা) ২০২২-২৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2023
More
455 . তাত্ত্বিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষরা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে- i. সত্য উদ্ঘাটনেii. বাস্তব প্রয়োগে iii. সৃজনশীলতায় নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
456 . তথ্য নিবেশনের তথ্যের মানগুলোর অবস্থান কোথায় এবং কোন তথ্যের ভূমিকা কতটুকু তা কোন বিচ্যুতি দ্বারা নির্ণয় করা যায়?
- A. বিস্তারমান
- B. পরিসর
- C. গড় বিচ্যুতি
- D. আদর্শ বিচ্যুতি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
457 . তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান কতটুকু প্রতিনিধিত্বশীল তা যাচাই করতে কোনটি ব্যবহৃত হয়?
- A. আদর্শ বিচ্যুতি
- B. পরিমিত ব্যবধান
- C. ভেদাঙ্ক
- D. চতুর্থাংশীয় বিচ্যুতি
View Answer | Discuss in Forum | Workspace | Report |
458 . টেলিভিশনে প্রতিদিন একই বিজ্ঞাপন বারবার দেখানো হয়। এর ফলে 'কিছু দর্শক পরবর্তীতে বাজার থেকে ঐ দ্রব্য ক্রয় করে। এটি মনোভাব পরিবর্তনের কোন ধরনের পরিবর্তন?
- A. প্রতিশ্রুতি
- B. মতানুবর্তিতা
- C. বাধ্যবাধকতামূলক
- D. একাত্মীভাবন
View Answer | Discuss in Forum | Workspace | Report |
459 . টারডে, ম্যাকডুগাল প্রমুখ মনোবিজ্ঞানী কোন শিক্ষণকে একটি জন্মগত প্রবৃত্তি বলে বর্ণনা করেন?
- A. করণ শিক্ষণ
- B. পর্যবেক্ষণ শিক্ষণ
- C. অনুকরণ শিক্ষণ
- D. ভূমিকা শিক্ষণ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
460 . জেরিন প্রতিভাময়ী একজন ফুটবলার। কিন্তু তার পিতা চায় না খেলার পোশাক পরে সে. মাঠে নামুক। ফলে জেরিনের লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশা দেখা দেয়। এখানে তার হতাশার 'কারণ কোনটি?
- A. সামাজিক বাধা
- B. প্রতিযোগিতা
- C. অত্যধিক উচ্চাশা
- D. পরিবেশগত
View Answer | Discuss in Forum | Workspace | Report |
461 . জে.বি ওয়াটসনের মতে মনোবিঞ্জান হলো-
- A. মন বা আত্মার বিজ্ঞান
- B. দেহ ও মনের বিজ্ঞান
- C. চোখের পলক ফেলা
- D. ঘুমানো
View Answer | Discuss in Forum | Workspace | Report |
F ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More
462 . জাপানিরা পরিশ্রমী, ইহুদিরা কৃপণ, বাঙালিরা বুদ্ধিমান প্রভৃতি কী নির্দেশ করে?
- A. মনোভাব
- B. মতামত
- C. পূর্বসংস্কার
- D. বদ্ধমূল ধারণা
View Answer | Discuss in Forum | Workspace | Report |
463 . জাতিগতভাবে কোন সম্প্রদায় তাদের সামঞ্জস্য প্রদর্শনে অধিক যত্নশীল?
- A. সংখ্যালঘু
- B. সংখ্যাগরিষ্ঠ
- C. মুসলিম
- D. খ্রিষ্টান
View Answer | Discuss in Forum | Workspace | Report |
464 . জাতিকেন্দ্রিক মনোভাবের জন্য আমরা মনে করি- i. অন্যান্য গোষ্ঠী-নিকৃষ্ট ii. আমাদের গোষ্ঠী শ্রেষ্ঠ iii. নিজেদের শ্রেষ্ঠত্বে সন্দেহ পোষণ করি নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
465 . জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভীক্ষা প্রয়োগ করা হয়?
- A. বিনে-সিমো
- B. স্ট্যানফোর্ড বিনে
- C. আর্মি-আলফা
- D. ওয়েকসলার
View Answer | Discuss in Forum | Workspace | Report |