সেজম ( পোলিশ: [sɛjm] ⓘ ), আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড প্রজাতন্ত্রের Sejm নামে পরিচিত ( পোলিশ : Sejm Rzeczypospolitej Polskiej ), হল পোল্যান্ডের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ । 1989 সালে সরকার পরিবর্তনের পর থেকে Sejm তৃতীয় পোলিশ প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।