অনুবাদ:ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে। এগুলো সোসাল নেটওয়ার্কিং পরিষেবা অথবা সোসাল নেটওয়ার্ক অথবা সোসাল মিডিয়া হিসেবে পরিচিত। বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল প্লাস, টুইটার, লিংকিন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সামাজিক নেটওয়ার্ক পরিষেবাগুলি ওয়েবভিত্তিক তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় প্রদান করা হয়। এই পরিষেবাগুলি সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে এটা ব্যবহার কারীদের মনে করিয়ে দেয় যে তারা একটি বিশ্বগ্রামে বাস করে।
Bangladesh was not independent before. Others administered the country and exploited its propaganda. So it happened in 1971. About three million brave children died in this war. We celebrate them with respect.