5716 . বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক 'গাজী মিঞা' হিসাবে পরিচিত?
- A. আবদুল হাকিম
- B. কায়কোবাদ
- C. মীর মোশাররফ হোসেন
- D. লুৎফর রহমান
View Answer
|
|
Report
|
|
5717 . 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
- A. রবীন্দ্রনাথ ঠাকুর
- B. মাইকেল মধুসূদন দত্ত
- C. জসীমউদ্দীন
- D. কাজী নজরুল ইসলাম
- E. ভরতচন্দ্র
View Answer
|
|
Report
|
|
Sonali- Janata &- Agrani Bank Offier (Cash Recruitment) 22.02.2008
More
5718 . নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? 'পৃথিবীত এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,'
- A. স্বাধীনতা তুমি
- B. গর্জে উঠো স্বাধীনতা
- C. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
- D. গুড মর্নিং বাংলাদেশ
View Answer
|
|
Report
|
|
বাংলাদেশ সরকারি কর্মকমিশন || বিভিন্ন পদ (19-01-2001)
More
5719 . 'গগনে গরজে মেঘ, ঘন বরষা' ................................. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে.........
- A. একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
- B. কাটিতে কাটিতে ধান এল বরষা।
- C. চারিদিকে বাঁকা জল করিছে খেলা
- D. কুলে একা বসে আছি, নাহি ভরসা।
- E. এপারেতে ছোট খেত, আমি একেলা
View Answer
|
|
Report
|
|
Bangladesh Bank - Assistant Director - 2008
More
5720 . 'এক বার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি...... নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এই পৃথিবীতে কে কার?'- কার লেখা?
- A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- C. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- D. রবীন্দ্রনাথ ঠাকুর
View Answer
|
|
Report
|
|
5721 . 'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?
- A. মোহিতলাল মজুমদার
- B. দীননাথ সেন
- C. রবীন্দ্রনাথ ঠাকুর
- D. কাজী নজরুল ইসলাম
View Answer
|
|
Report
|
|
5722 . "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?
- A. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- B. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- C. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- D. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
- E. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
View Answer
|
|
Report
|
|
Bangladesh Bank - Assistant Director - 2008
More
5723 . 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?
- A. বিহারীলাল চক্রবর্তীকে
- B. মোজাম্মেল হককে
- C. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- D. স্বর্ণকুমারী দেবীকে
View Answer
|
|
Report
|
|
5724 . 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---
- A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- C. বুদ্ধদেব বসু
- D. বলাইচাঁদ মুখোপাধ্যায়
View Answer
|
|
Report
|
|
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
5725 . বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?
- A. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
- B. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
- C. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- D. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
- E. যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
View Answer
|
|
Report
|
|
Bangladesh Bank - Assistant Director - 2008
More
5726 . 'অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও ধরি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে'- চরণ দুটি কার রচনা?
- A. আবু ইসহাক
- B. নজরুল ইসলাম
- C. বেগম রোকেয়া
- D. জসীমউদ্দীন
View Answer
|
|
Report
|
|
5727 . 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- এই স্মরণীয় পঙ্ক্তি রচনা করেছেন--
- A. শামসুর রাহমান
- B. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
- C. আল মাহমুদ
- D. হেলাল হাফিজ
View Answer
|
|
Report
|
|
More
5728 . 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?
- A. শামসুর রাহমান
- B. মোহাম্মদ মনিরুজ্জামান
- C. সৈয়দ শামসুল হক
- D. আল মাহমুদ
View Answer
|
|
Report
|
|
5729 . 'কুচবরণ কন্যা' বন্দে আলী মিয়া রচিত---
- A. উপন্যাস
- B. নাটক
- C. শিশুতোষ গ্রন্থ
- D. কাব্যগ্রন্থ
View Answer
|
|
Report
|
|
5730 . 'রাজলক্ষী' চরিত্রের স্রষ্টা ঔপান্যাসিক--
- A. বঙ্কিমচন্দ্র
- B. শরৎচন্দ্র
- C. তারাশঙ্কর
- D. নজরুল ইসলাম
View Answer
|
|
Report
|
|
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006-(পিআইডি-2) (17-02-2006)
More