বাংলাদেশ সরকারি কর্মকমিশন || বিভিন্ন পদ (19-01-2001)
More

1817 . 'বাংলার স্কট' বলা হয় কাকে?

  • A. শরৎচন্দ্রকে
  • B. বঙ্কিমচন্দ্রকে
  • C. বিহারীলালকে
  • D. সত্যেন্দ্রনাথ দত্তকে
View Answer Discuss in Forum Workspace Report
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
More

1818 . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কোন নামে প্রকাশ করেন?

  • A. সাগর
  • B. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
  • C. কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
  • D. চন্দ্র
View Answer Discuss in Forum Workspace Report

View Answer Discuss in Forum Workspace Report

1820 . ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • A. অর্ধাঙ্গিনী
  • B. কন্যা
  • C. নন্দিনী
  • D. নন্দিনী
View Answer Discuss in Forum Workspace Report

1821 . বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?

  • A. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
  • B. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
  • C. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
  • D. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
  • E. যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
View Answer Discuss in Forum Workspace Report
Bangladesh Bank - Assistant Director - 2008
More

1822 . সম্বোধন পদে কোন যতিচিহ্ন

  • A. কমা
  • B. ড্যাস
  • C. সেমিকোলন
  • D. হাইফেন
View Answer Discuss in Forum Workspace Report
১৭ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (31-12-2022)
More

1823 . কোন বানানটি শুদ্ধ?

  • A. স্বায়ত্ব
  • B. স্বায়াত্ব
  • C. স্বায়ত্ত
  • D. স্বাযত্ত্ব
View Answer Discuss in Forum Workspace Report
খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২৫.০৫.২০১২
More

1824 . 'জন্মই আমার আজন্ম পাপ'- উক্তিটি কার?

  • A. কবির চৌধুরী
  • B. তসলিমা নাসরিন
  • C. শামসুর রাহমান
  • D. জিয়া হায়দার
  • E. দাউদ হায়দার
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : ২০১০-২০১১ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2010
More

1825 . 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতার এই অংশ বিশেষের রচয়িতা---

  • A. রবীন্দ্রনাথ ঠাকুর
  • B. মোহাম্মদ মনিরুজ্জামান
  • C. সত্যেন্দ্রনাথ দত্ত
  • D. নির্মলেন্দু গুণ
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : ২০১২-২০১৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2012
More

1826 . 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---

  • A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  • C. বুদ্ধদেব বসু
  • D. বলাইচাঁদ মুখোপাধ্যায়
View Answer Discuss in Forum Workspace Report
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More

1827 . 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?

  • A. বিহারীলাল চক্রবর্তীকে
  • B. মোজাম্মেল হককে
  • C. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • D. স্বর্ণকুমারী দেবীকে
View Answer Discuss in Forum Workspace Report

1828 . কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?

  • A. অজিত দত্ত
  • B. অজিতকুমার গুহ
  • C. অজিতকুমার চক্রবর্তী
  • D. অতীশ দীপঙ্কর
View Answer Discuss in Forum Workspace Report

খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More

1830 . "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?

  • A. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
  • B. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
  • C. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
  • D. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
  • E. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
View Answer Discuss in Forum Workspace Report
Bangladesh Bank - Assistant Director - 2008
More