1 . একটি দ্রব্যের দাম ২০% কমানো হলে, ৪০০ টাকায় ক্রয় করা যায়। তবে আসল দাম কত ছিল?
- A. ৫০০ টাকা
- B. ২৫০ টাকা
- C. ৩০০ টাকা
- D. ৩৫০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
More
2 . কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- A. ক্ষতি ৩,০০,০০০ টাকা
- B. ক্ষতি ২৫,০০০ টাকা
- C. লাভ ২৫,০০০ টাকা
- D. লাভ ২,৭৫,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
3 . একটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২০০২ সালের প্রারম্ভিক মূলধন ২, ২০,০০০ টাকা, সমাপনী মূলধন ১,৪০,০০০ টাকা, বৎসরের মাঝখানে অতিরিক্ত মূলধন আনা হয়েছে ৩০,০০০ টাকা উত্তোলন ১৫,০০০ টাকা। উক্ত বৎসরের লাভ বা ক্ষতি কত হয়েছে?
- A. ৫০,০০০ টাকা লাভ
- B. ৫০,০০০ টাকা ক্ষতি
- C. ৯৫,০০০ টাকা লাভ
- D. ৯৫,০০০ টাকা ক্ষতি
![]() |
![]() |
![]() |
![]() |
4 . ১-১-১৩ তারিখে একটি মেশিন ৮০০০০ টাকায় কেনা হয় । সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক ২৫% হারে অবচয় ধার্য করা হয় । ১-৭-১৫ তারিখে মেশিনটি ২৬৫০০ টাকায় বিক্রয় করা হয় মেশিনটি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত ?
- A. ১৫০০ টাকা (লাভ)
- B. ২৫০০ টাকা (ক্ষতি)
- C. ৩৫০০ টাকা (লাভ)
- D. ৩৫০০ টাকা (ক্ষতি)
![]() |
![]() |
![]() |
![]() |
5 . যদি প্রারম্ভিক মূল্যধন 16,500 টাকা; সমাপনী মূলধন 11,350 টাকা; অতিরিক্ত মূলধন 1,000 টাকা এবং উত্তোলন 3,300 টাকা হয় তবে লাভসবা ক্ষতি কত?
- A. ক্ষতি 1,850 টাকা
- B. লাভ 2,850 টাকা
- C. ক্ষতি 2,850 টাকা
- D. লাভ 8,450 টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
6 . প্রারম্বিক মূলধন ১০.০০০ টাকা বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৫০০০ টাকা, সমাপনী মূলধন ৭০০০ টাকা,উত্তোলন ২০০০ টাকা হলে, লাভ ক্ষতি কত ?
- A. ক্ষতি-৬০০০ টাকা
- B. লাভ-৬০০০ টাকা
- C. ক্ষতি-১০০০ টাকা
- D. লাভ-১০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
7 . যদি প্রারম্ভিক মুলধন ১৬,৫০০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয়, তাহলে উক্ত বছরের লাভ ও ক্ষতি কত?
- A. ক্ষতি ১,৮৫০ টাকা
- B. লাভ ১, ৮৫০ টাকা
- C. ক্ষতি ৫,৫৫০ টাকা
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
8 . কয়েক বছর আগে DTCL ট্রেডার্স 5,00,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত লাভ বা ক্ষতি হবে?
- A. ক্ষতি ৩,০০,০০০ টাকা
- B. ক্ষতি ২৫,০০০ টাকা
- C. লাভ ২৫,০০০ টাকা
- D. লাভ ২,৭৫,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
9 . চার বছল পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সনঞ্জাম ক্রয় করে, যার ১০ আয়ুষ্কার হবে এবং আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়্ বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকাার বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- A. ক্ষতি ৫০, ০০ টাকা
- B. লাভ -ক্ষতির কোনোটিই হবে না-
- C. ক্ষতি ৭০,০০০ টাকা
- D. ক্ষতি ২,০০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
10 . চার বছর আগে কলাতিয়া ট্রেডার্স ১০০,০০০ টাকা ব্যয় একটি অফিস সরঞ্জাম ক্রয়, যার আয়ুষ্কাল ধরা পাঁচ বছর ভগ্নাংশশেষ মূল্য ৫,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ২০% হারে ক্রমাহ্রাসসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে । আজ এটি ৩২,০০০ টাকা। বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- A. লোকসান ৮,৯৬০ টাকা
- B. লোকসান ৩,৬৯০ টাকা
- C. লোকসান ৬,৯১২ টাকা
- D. লাভ ৮,০০০ টাকা স
- E. লাভ ১৩,০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
11 . ২০০২ সালের ১লা জুলাই মাসুম ২২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। আনুমাুনক ক্রয়মুল্য ৬০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। উক্ত বছরে জানুয়ারি মাসের ১ তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল ৩৫,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে-
- A. লাভ ৩,০০০ টাকা
- B. লাভ ২,০০০ টাকা
- C. ক্ষতি ৩,০০০ টাকা
- D. ক্ষতি ২,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
12 . যদি পারম্ভিক মূলধন ১০০০০ টাকা, বছরের মাঝামাঝি মূলধন ৫০০০ টাকা,সমাপনী মূলধন ৭০০০ টাকা এবং উত্তোলন ২০০০ টাকা হয়,তাহলে উক্ত বছরের লাভ বা ক্ষতি হবে ?
- A. ক্ষতি-১০০০ টাকা
- B. ক্ষতি ৬০০০ টাকা
- C. লাভ ১০০০টাকা
- D. লাভ ৬০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
13 . কোন পণ্য টাকায় ৪টি ক্রয় করে, টাকায় ৩টি বিক্রয় করলে লাভ বা ক্ষতি হবে?
- A. 33.3% লাভ
- B. 25% ক্ষতি
- C. 25% লাভ
- D. 33.3% ক্ষতি
![]() |
![]() |
![]() |
![]() |
14 . চার বছর পূর্বে রূপম ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ এটি যদি ৩০,০০০ টাকায় বিক্রয় করা যায়, তাহলে এ বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- A. ক্ষতি ২৫,০০০ টাকা
- B. লাভ ৬,০০০ টাকা
- C. লাভ ১১,০০০ টাকা
- D. ক্ষতি ১০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
15 . ৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- A. 20%
- B. 25%
- C. 15%
- D. 12%
![]() |
![]() |
![]() |
![]() |