61 . ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
- A. ৬০%
- B. ৫০%
- C. ৪০%
- D. ৩৫%
![]() |
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01)
More
62 . এক ব্যক্তি ঘন্টায় ৫ কিমি বেগে চলে কোনাে স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড়–
- A. ১৫/৪ কিমি
- B. ৪/১৫ কিমি
- C. ২ কিমি
- D. ৪ কিমি
![]() |
![]() |
![]() |
![]() |
63 . একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা।ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?
- A. ৪০০.০০ টাকা
- B. ৪২০,০০ টাকা
- C. ৪৩০.০০ টাকা
- D. ৪৫০.০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
64 . একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২,৫০০ বর্গমিটার। বর্গের একটি ধার হচ্ছে–
- A. ২০০ মিটার
- B. ২২০ মিটার
- C. ২৫০ মিটার
- D. ২১০ মিটার
![]() |
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২৭.০৫.২০০৬
More
![]() |
![]() |
![]() |
![]() |
66 . গনিতে প্রতীক চিহ্ন কয়টি?
- A. ২টি
- B. ৩টি
- C. ৪টি
- D. ৫টি
![]() |
![]() |
![]() |
![]() |
67 . ক ও খ -এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
- A. ৭ঃ২
- B. ১৪ঃ৩
- C. ৩১ঃ১৬
- D. ২১ঃ১৬
![]() |
![]() |
![]() |
![]() |
বন অধিদপ্তর (রাজশাহী ও রংপুর বিভাগ) ।। বন প্রহরী (28-04-2023)
More
![]() |
![]() |
![]() |
![]() |
69 . শতকরা সুদের হার ৮ টাকা থেকে বেড়ে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত?
- A. ১২০০ টাকা
- B. ১৪০০ টাকা
- C. ১৬০০ টাকা
- D. ১৮০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
70 . ৯৯৯ সংখ্যাটির বর্গ নির্ণয় করুন।
- A. ৯৯৯৮০১
- B. ৯৯০০০১
- C. ৯৯৮০০১
- D. ৯৮৮০০১
![]() |
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
71 . পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
- A. ৫৬ এবং ১৪ বছর
- B. ৩২ এবং ৮ বছর
- C. ৩৬ এবং ৯ বছর
- D. ৪০ এবং ১০ বছর
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || উচ্চমান হিসাব সহকারী (10-11-2023) 2023
More
72 . একটি হােটেলে ৫০০ জনের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর ২০০ জন চলে গেলে বাকি খাদ্যে আর কত দিন চলবে?
- A. ২০ দিন
- B. ২২ দিন
- C. ২৪ দিন
- D. ২৫ দিন
![]() |
![]() |
![]() |
![]() |
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)_ বগুড়া | সহকারী পরিচালক- 05-11-2021
More
73 . একজন লােক দৈনিক ১১ ঘণ্টা চলে ৪ দিনে ২৭৫ কিমি পথ অতিক্রম করে। দৈনিক ৮ ঘণ্টা চলে কত দিনে সে ৪৫০ কিমি পথ অতিক্রম করবে?
- A. ৬ দিন
- B. ৮ দিন
- C. ৯ দিন
- D. ১০ দিন
![]() |
![]() |
![]() |
![]() |
74 . এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
- A. ৮%
- B. ৮.২৫%
- C. ৮.৭৫%
- D. ৮.৫০%
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || মিটার রিডার কাম মেসেঞ্জার (04-05-2024)
More
75 . একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে। এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
- A. 12 মিটার
- B. 10 মিটার
- C. 9 মিটার
- D. 16 মিটার
![]() |
![]() |
![]() |
![]() |