1 . প্রকৃতির লাঙ্গল বা কৃষকের বন্ধু কাকে বলে?
- A. ইঁদুর
- B. শজারু
- C. কেঁচো
- D. খরগোশ
View Answer | Discuss in Forum | Workspace | Report |
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
2 . শক্তির উৎসের ভিত্তিতে শক্তিচালিত স্পেয়ার কয় প্রকার ?
- A. তিন
- B. চার
- C. পাঁচ
- D. কোনটিই নয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
3 . কাঠ বা বাঁশের আয়ুষ্কাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে তা হতে পানি অপ্সরন করে নেয়াকে কি বলা হয়?
- A. প্রুনিং
- B. ট্রেনিং
- C. সিজনিং
- D. সয়িং
- E. কোনটিই নয়
View Answer | Discuss in Forum | Workspace | Report |
কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-১৬.০৯.২০১১
More
4 . কোষের শক্তিঘর কোনটি?
- A. গলগি বস্তু
- B. লাইসোসোম
- C. মাইটোকন্ড্রিয়া
- D. রাইবোসোম
View Answer | Discuss in Forum | Workspace | Report |
5 . চা ও রাবার ভালো জন্মে কোথায়?
- A. পাহাড়ি অঞ্চলে
- B. উপকূলীয় অঞ্চলে
- C. সমভূমিতে
- D. মরু অঞ্চলে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
6 . কোন ঋতুতে ইলিশ মাছ প্রজননের জন্য নদীর মোহনায় উঠে আসে?
- A. গ্রীষ্মে
- B. বর্ষায়
- C. শীতে
- D. বসন্তে
View Answer | Discuss in Forum | Workspace | Report |
7 . জেন্ডার বৈষম্য রোধে কাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে?
- A. পুরুষদেরকে
- B. নারীদেরকে
- C. পরিবারের সদস্যদেরকে
- D. রাজনীতিবিদদের
View Answer | Discuss in Forum | Workspace | Report |
8 . দোআঁশ বুনটের মাটিতে i. বালির পরিমাণ ৫০% ii. পলি ও কদর্মকণার পরিমাণ ৭০% এর বেশি iii. সব ধরনের ফসল চাষ করা যাবে নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
9 . বেলেমাটির অন্তর্ভুক্ত বুনট শ্রেণি হলো- i. বেলে ii. বেলে দোআঁশ iii. দোআঁশ বেলে নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
10 . মাটির বুনট হলো মাটির i. মৌলিক ধর্ম ii. স্থায়ী ধর্ম iii. অপরিবর্তনশীল ধর্ম নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
11 . মাটির বুনট জানতে হলে জানতে হবে ঐ মাটিতে উপস্থিত- i. বালিকণার আনুপাতিক হার ii. কর্দমকণার আনুপাতিক হার iii. পলিকণার আনুপাতিক হার নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i, ii ও iii
View Answer | Discuss in Forum | Workspace | Report |
12 . দোআঁশ মাটির প্রধান বুনট শ্রেণি কতটি?
- A. ৪
- B. ৫
- C. ৬
- D. ৭
View Answer | Discuss in Forum | Workspace | Report |
13 . দোআঁশ মাটিতে শতকরা কতভাগ পলি ও কর্দমকণা থাকে?
- A. ৪০
- B. ৫০
- C. ৬০
- D. ৭০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
14 . পলি দোআঁশ মাটিতে বালিকণার পরিমাণ কত ভাগ?
- A. ০-৫০
- B. ২৫- ৭৪
- C. ৬৩-৮৩
- D. ৫০-১০০
View Answer | Discuss in Forum | Workspace | Report |
15 . কোনো মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে কী বলে?
- A. বুনট
- B. গঠন
- C. জৈব পদার্থ
- D. অজৈব কণা
View Answer | Discuss in Forum | Workspace | Report |