9481 . কোন বাক্যে অসমান কর্তা আছে?
- A. সে যেতে যেতে থেমে গেল।
- B. সে কেঁদে কেঁদে বলল।
- C. সে গান করতে পারে।
- D. সে এলে আমি যাব।
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (05-11-2021)
More
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
9482 . ‘‘লােকটি গরীব কিন্তু সৎ।”-কী ধরনের বাক্য?
- A. সরল
- B. জটিল
- C. যৌগিক
- D. মিশ্র
![]() |
![]() |
![]() |
9483 . ‘এমন তাে আর শুনি নাই।’ এটিকে জটিল বাক্য আকারে লিখলে কী হয়?
- A. যা শুনেছি তা এমন নয়।
- B. এখনকার মতাে শুনি নাই।
- C. এখন পর্যন্ত শুনি নাই।
- D. এখনও আমি শুনি নাই।
![]() |
![]() |
![]() |
9484 . ‘মাছেরা আকাশে ওড়ে।’ বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
- A. আকাঙ্ক্ষা
- B. আসত্তি
- C. যােগ্যতা
- D. পদক্রম
![]() |
![]() |
![]() |
9485 . যদি বল, আসিব।—এটি কী ধরনের বাক্য?
- A. ইচ্ছাসূচক
- B. প্রার্থনামূলক
- C. কার্যকারণাত্মক
- D. অনুজ্ঞা
![]() |
![]() |
![]() |
9486 . ‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’। এটা কোন্ ধরনের বাক্য?
- A. যৌগিক বাক্য
- B. মিশ্র বাক্য
- C. সরল বাক্য
- D. জটিল বাক্য
![]() |
![]() |
![]() |
উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
More
9487 . ‘তােমাকে দেখে খুবই খুশি হলাম’- এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
- A. সাধু
- B. চলিত
- C. আঞ্চলিক
- D. কথ্য
- E. কোনােটিই নয়
![]() |
![]() |
![]() |
9488 . হে সিন্ধু! বন্ধু মাের-মজিনু তব রূপে। এটা কোন ধরনের বাক্য?
- A. প্রার্থনাসূচক
- B. অনুজ্ঞাসূচক
- C. কার্যকরণাত্বক
- D. বিস্ময়সূচক
![]() |
![]() |
![]() |
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০.০৩.২০১৪
More
9489 . ‘পুকুরে পদ্মফুল জন্মে’- কোন ধরনের বাক্য?
- A. সরল বাক্য
- B. জটিল বাক্য
- C. যৌগিক বাক্য
- D. মিশ্র বাক্য
- E. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা-১২.১২.২০১৪
More
9490 . ‘ছােট কিন্তু রসে ভরা’- বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে।
- A. যদিও ছােট, তবু রসে ভরা
- B. রসে ভরা ছােট চিঠি
- C. ছােট ও রসে ভরা
- D. ছােট হলেও রসে ভরা
![]() |
![]() |
![]() |
9491 . ‘বিপদে মােরে রক্ষা কর এ নহে মাের প্রার্থনা’-এটি কোন শ্রেণীর বাক্য?
- A. সরল বাক্য
- B. জটিল বাক্য
- C. যৌগিক বাক্য
- D. বাসবাক্য
- E. কোনােটিই নয়
![]() |
![]() |
![]() |
9492 . ‘সে যেতে চায় তথাপি বসে আছে’-এটি কোন শ্রেণীর বাক্য?
- A. সরল বাক্য
- B. জটিল বাক্য
- C. যৌগিক বাক্য
- D. ব্যাসবাক্য
- E. কোনােটিই নয়
![]() |
![]() |
![]() |
9493 . ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’- এটি কোন ধরনের বাক্য?
- A. সরল
- B. জটিল
- C. যৌগিক
- D. অনুজ্ঞামূলক
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ ট্যারিফ কমিশন | গবেষণা কর্মকর্তা | ১৬.১১.২০১৮
More
9494 . ‘বাংলাদেশ যেন জয়লাভ করে।’-এটি কোন ধরনের বাক্য?
- A. প্রার্থনাসূচক
- B. আবেগসূচক
- C. বর্ণনাত্মক
- D. অনুজ্ঞাসূচক
![]() |
![]() |
![]() |
9495 . ‘যদি তারে নাই চিনি গাে, সে কি আমায় নেবে চিনে।’ -এটি কোন ধরনের বাক্য?
- A. সরল
- B. যৌগিক
- C. জটিল
- D. সাধারণ
![]() |
![]() |
![]() |