1846 . ’শেওলা-দিঘির শীতল অতল নীরে/মায়ের কোলটি পাই যেন ফিরে।’ এ কবিতাটি কোন কবিতার অংশ?
- A. পল্লী জননী
- B. নারী
- C. অন্ধবধু
- D. জন্মভুমি
![]() |
![]() |
![]() |
![]() |
C1 ইউনিট : ২০০৪-২০০৫ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2004
More
1847 . 'ফটোগ্রাফ' কবিতার প্রথম চরণ কোনটি?
- A. এই যে আসুন, তারপর কী খবর?
- B. এই তো আসুন, তারপর কী খবর ?
- C. এই আসুন, তারপর কী খবর?
- D. এই যে আসুন, তারপর খবর কী?
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1848 . অস্ত্রখানা তখনও সৌদামিনীর কাছে আছে।' কী অস্ত্র?
- A. ছুরি
- B. বন্দুক
- C. পিস্তল
- D. বল্লম
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1849 . ' হৈমকে আমি লইয়া যাইব' কে বলেছিল?
- A. হৈমন্তীর স্বামী
- B. হৈমন্তীর বাবা
- C. দিদিমা
- D. বনমালী বসু
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1850 . 'একটি তুলসী গাছের গাছের কাহিনী' গল্পের কোন চরিত্রের সঙ্গে পাঠকের প্রথম পরিচয় ঘটে?
- A. বদরুদ্দিন
- B. মতিন
- C. মকসুদ
- D. আফজাল
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1851 . 'আমর মনের এইখানে যে আগুন তুই জ্বালায়েছিসরে বেহুলা সুন্দরী, তোকে আমি ঠান্ডা করব' এ বাক্যে কাকে বেহুলা সুন্দরী বলে অভিহিত করা হয়েছে?
- A. কৃষ্ণমণি
- B. নুরন্নেহার
- C. আমিরণ
- D. হরিদাস বৈরাগী
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1852 . 'এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ' - পঙ্ক্তটি কোন ছন্দে রচিত?
- A. মন্দাক্রান্তা
- B. মাত্রাবৃত্ত
- C. অক্ষরবৃত্ত
- D. স্বরবৃত্ত
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1853 . 'আমার কাজ আমি করিয়াছি, এফ-এ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি' -হৈমন্তী গল্পের এ বাক্যে 'এফ-এ' বলতে কী বোঝায়?
- A. ফাইন আর্টস
- B. ফাস্ট আর্টস
- C. ফান্ডামেন্টাল আর্টস
- D. ফাস্ট আর্টস
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1855 . হাইফেন ব্যবহৃত হয় -
- A. শব্দের অংশবিশেষ বর্জন করতে হলে
- B. দুই শব্দের সংযোগ বোঝাতে
- C. সংক্ষেপিত অর্থ বোঝাতে
- D. ব্যাখ্যার প্রয়োজনে
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1856 . অশুদ্ধ প্রকাশ রুপ কোনটি?
- A. যে জ্ঞানে প্রবীণ
- B. দোকানটি পথের মাথায়
- C. সিদ্ধ ডিমের খোশা ছড়িয়ে নাও
- D. এটা প্রমাণ হয়েছেৃ, সে দোষী ছিল না
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1857 . কোন শব্দটি ইংরেজি থেকে বাংলায় এসেছে?
- A. বাদাম
- B. বোতল
- C. বাজিমাৎ
- D. বাগান
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1858 . কিলিয়ে কাঁঠাল পাকানো ' - কী বোঝায়?
- A. আগেভাগে ঘটনা ঘটানো
- B. অসময়ে কাজে লাগিয়ে দেওয়া
- C. জোর করে কাজের উপযোগী করা
- D. বেদম প্রহার করা
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1859 . ভাববাচ্য কোনটি?
- A. সাহেবের কোথায় থাকা হয়?
- B. তাকে নিশ্চয়ই ধরা হবে
- C. তার দ্বারা কাজাটি করা হচ্ছে
- D. সে বেজায় ঘুমাচ্ছে
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More
1860 . যৌগিক বাক্যের উদাহরণ -
- A. বাজে কথা বলতে তার বাধে না
- B. দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে?
- C. যে অন্যের ভালো বোঝে না, সে নিজের ও ভালো বোঝে না
- D. লোক ধনী কিন্তু অসৎ
![]() |
![]() |
![]() |
![]() |
ক ইউনিট (2005-2006) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2005
More