196 . রংধনুর জন্য দরকার -
- A. আকাশে মেঘ
- B. বৃষ্টি
- C. বাতাসে ধুলিকণা
- D. ঠান্ডা আবহাওয়া
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয় || গুপ্ত সংকেত পরিদপ্তর || সাইফার অফিসার (28-04-2005)
More
197 . চন্দ্রগ্রহণের সময় -
- A. পৃথিবী , সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে
- B. চন্দ্র, সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে
- C. সূর্য , চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে
- D. পৃথিবী ও চন্দ্র সােজাসুজি অবস্থান করে
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয় || গুপ্ত সংকেত পরিদপ্তর || সাইফার অফিসার (28-04-2005)
More
198 . সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়?
- A. ৫° সে. এর নিচে
- B. ২০° সে. এর বেশি
- C. ২৬°সে. এর বেশি
- D. ১৫° সে. এর বেশি
![]() |
![]() |
![]() |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা (25-05-2012)
More
199 . পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর ৫০ কেজি হলে ভূ- কেন্দ্রে ঐ বস্তুর ভর কত হবে ?
- A. ০ কেজি
- B. ১০ কেজি
- C. ৫০ কেজি
- D. ৫ কেজি
![]() |
![]() |
![]() |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা (25-05-2012)
More
200 . একটি ২০০ ওয়াট বাল্ব ৫ ঘণ্টা জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- A. ১
- B. ২৫
- C. ১০
- D. ১০০০
![]() |
![]() |
![]() |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা (25-05-2012)
More
201 . বায়ু দূষণের ফলে কোন রোগ হয়?
- A. পেটে ব্যথা
- B. আলসার
- C. জ্বর
- D. আমাশয়
![]() |
![]() |
![]() |
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা (25-05-2012)
More
202 . কীসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
- A. শব্দের প্রতিফলন
- B. শব্দের প্রতিধ্বনি
- C. আলোর প্রতিসরণ
- D. আলোর সংকোচন
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More
203 . সাধারণ বৈদ্যুতিক ভাবের ভেতর সাধারণড় কী গ্যাস ব্যবহৃত হয়?
- A. নাইট্রোজেন
- B. অক্সিজেন
- C. হিলিয়াম
- D. নিয়ন
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More
204 . একই বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন
- A. একই থাকবে
- B. কমবে
- C. বেড়ে যাবে
- D. থাকবেই না
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More
205 . আলোর প্রতিসরন কি?
- A. আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকবাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে িএর গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ।
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
206 . প্রেসার কুকারে কররে শতকরা কত বাগ বিদ্রৎ সাশ্রয় হয়?
- A. প্রেসার নকুকারে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (120°)। স্বাভাবিক অবস্থায় চেয়ে (20°)তাপ বেশি পাওয়া যায়। কিন্তু প্রেসার কুকার বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়।
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
207 . চুনের পানিত কার্বন ডাই -অক্সাইড চালনা করলে কি হয়?
- A. চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইড চালানা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম দ্রবণীয় কার্বনেট তৈরি হয়। ফলে চুনের পানি ঘোলা হয়। কিন্তু অুতিরিক্ত কার্বনর ডাই অক্সাইড চালনা করলে দ্রবনীয় ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি হয়্ ফলে ঘোরাটে ভাব দূর ঘটে।
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
208 . এটম শব্দের অর্থ কি? এবং আইসোটপের বলতে কি বুঝায়?
- A. এটম শব্দের অর্থ হলো পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে। এদের স্বাধীন অস্তিত্ব নেই। যে সকল পরমাণূ বা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটপ বলে। এরা একই মৌলের পরামণু
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
209 . প্রোটন সংখ্যার সংজ্ঞা লিখুন। অক্সিজেনের একটি পরমাণুতে কতটি পরমাণু আছে?
- A. পরামণুর কেন্দ্রে অবস্থিত পারমাণবিক সংখ্যাকে সেই পরমাণুর প্রোটন সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের একটি পরমাণুতে আটটি (৮) প্রোটন আছে।
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
210 . বায়োগ্যাসে শতকরা কতভাগ মিথেন থাকে?
- A. ৫০-৬০
- B. ৬০-৭০
- C. ৭০-৮০
- D. ৮০-৯০
![]() |
![]() |
![]() |
তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার (01-04-2013)
More