2821 . মাছ অক্সিজেন নেয়-----
- A. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
- B. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
- C. পটকার মধ্যে জমানো বাতাস হতে
- D. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
![]() |
![]() |
![]() |
১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
More
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
2822 . নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
- A. পারমাণবিক জ্বালানি
- B. পীট কয়লা
- C. পীট কয়লা
- D. সূর্য
![]() |
![]() |
![]() |
১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
More
2823 . ম্যালিক এসিড __
- A. আমলকিতে পাওয়া যায়
- B. টমেটোতে পাওয়া যায়
- C. আঙ্গুরে পাওয়া যায়
- D. কমলালেবুতে পাওয়া যায়
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ঝিলাম-02) (10-11-2013)
More
2824 . চিন্তার সংগে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়__
- A. সেরিব্রাম
- B. সেরিবেলাম
- C. মেডুলা
- D. স্পাইনাল কর্ড
![]() |
![]() |
![]() |
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
More
2825 . ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান __
- A. বাতাসকে ঠাণ্ডা করে
- B. ঠাণ্ডা বাতাস তৈরি করে
- C. ঘাম কমিয়ে দেয়
- D. শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
![]() |
![]() |
![]() |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি- কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক-১২.০১.২০০৭
More
2826 . কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রয়ায়?
- A. গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
- B. গাঢ় সাইট্রিক এসিড
- C. গাঢ় নাইট্রিক এসিড
- D. গাঢ় অ্যাসিটিক এসিড
![]() |
![]() |
![]() |
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
More
2827 . AIDS রোগে__
- A. দেহের যকৃত নষ্ট হয়
- B. মস্তিঙ্কে রক্তপাত হয়
- C. দেহের কিডনী নষ্ট হয়
- D. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়
![]() |
![]() |
![]() |
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
More
2828 . শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ__
- A. বাতাস ঠান্ডা বলে
- B. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
- C. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
- D. শীতকালে ঘাম কম হয় বলে
![]() |
![]() |
![]() |
আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৬.০৫.২০১২
More
2829 . কোন প্রাণী গায়ের রং পরিবর্তন কর আত্মরক্ষা করতে পারে?
- A. সাপ
- B. সজারু
- C. গিরগিটি
- D. গিনিপিগ
![]() |
![]() |
![]() |
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক(কারিগরি) সহ-পরিচালক(প্রশাসন) ও রিসার্স অফিসার-৩০.০৩.২০০৭
More
2830 . সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -----
- A. ট্রান্সফরমার
- B. জেনারেটর
- C. স্টোরেজ ব্যাটারি
- D. ক্যাপাসিটার
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
2831 . কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো -----
- A. জিপসাম
- B. বালি
- C. সাজি মাটি
- D. চুনাপাথর
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
2832 . রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----
- A. দর্পণের কাজ করে
- B. আতষীকাচের কাজ করে
- C. লেন্সের কাজ করে
- D. প্রিজমের কাজ করে
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
2833 . সমুদ্র স্রোতের অন্যতম কারণ -----
- A. বায়ু প্রবাহের প্রভাব
- B. সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
- C. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
- D. সমুদ্রের ঘূর্ণিঝড়
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
2834 . মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
- A. পরমাণু
- B. ইলেকট্রন
- C. অণু
- D. প্রোটন
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
2835 . ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
- A. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
- B. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
- C. লোহাকে টেম্পারিং করা হয়েছে
- D. সবধরনের বিজাতীয় দ্রব্য বের করে দেয়া আছে
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More