916 . একটি আয়তকার জমির ক্ষেত্রফল ২৪ এয়র। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ হলে ঐ জমির পরিসীমার পরিমাপ কত?
- A. ১২৭২.২ মিটার
- B. ১৫০ মিটার
- C. ১০০ মিটার
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
917 . ৬০০ সেঃ মিঃ দীর্ঘ এবং ৩০০০ সেঃ মিঃ প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে?
- A. 72
- B. 144
- C. 240
- D. None of these
![]() |
![]() |
![]() |
918 . প্রতি মিটার বেড়ায় খরচ ১০০ টাকা হারে ৩৬০ সেঃ মিঃ দীর্ঘ এবং ১৬০ সেঃ মিঃ প্রস্থ বিশিষ্ট একটি জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত খরচ পড়বে?
- A. 1020
- B. 1040
- C. 1060
- D. None of these
![]() |
![]() |
![]() |
919 . প্রতিগজ বেড়ায় খরচ ১০ ডলার হারে ১২ ফুট দীর্ঘ এবং ৪২ ফুট প্রস্থ বিশিষ্ট একটি জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত খরচ পরবে?
- A. $ 180
- B. $ 360
- C. $ 504
- D. $ 540
![]() |
![]() |
![]() |
920 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের--
- A. দ্বিগুণ হবে
- B. চারগুণ হবে
- C. ছয়গুণ হবে
- D. আটগুণ হবে
![]() |
![]() |
![]() |
পররাষ্ট্র মন্ত্রণালয় || প্রশাসনিক কর্মকর্তা (05-03-2004)
More
921 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে ক্ষেত্রফল--
- A. ২০% কমবে
- B. ৪% কমবে
- C. ২৫% কমবে
- D. পরিবর্তন হবে না
![]() |
![]() |
![]() |
নিবন্ধন অধিদপ্তর || সাব-রেজিস্টার (25-05-2001)
More
922 . একটি আয়তকার মেঝের ক্ষেত্রফল ২৭৩ বর্গমিটার। দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হত ৩৩৮ বর্গমিটার। ঐ মেঝের প্রস্থ কত?
- A. ১৩ মিটার
- B. ২১ মিটার
- C. ২৬ মিটার
- D. ২৭ মিটার
![]() |
![]() |
![]() |
923 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য ৫ মিটার অধিক ও প্রস্থ ২ মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য ও প্রস্থ--
- A. দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার
- B. দৈর্ঘ্য ২২ মিটার ও প্রস্থ ১৪ মিটার
- C. দৈর্ঘ্য ২৪ মিটার ও প্রস্থ ১৩ মিটার
- D. দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১২ মিটার
![]() |
![]() |
![]() |
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-পিটিআই সুপারিনটেনডেন্ট-পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
More
924 . একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার এবং ক্ষেত্রফল ৮০ বর্গমিটার হলে, তার দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার?
- A. ১৬ ও ৫ মিটার
- B. ১০ ও ৮ মিটার
- C. ১২ ও ৮ মিটার
- D. ২০ ও ৪ মিটার
![]() |
![]() |
![]() |
925 . একটি আয়তক্ষেত্রেরপরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ৪ মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?
- A. দৈর্ঘ্য ৮ মিটার ও প্রস্থ ৬ মিটার
- B. দৈর্ঘ্য ১২ মিটার ও প্রস্থ ৪ মিটার
- C. দৈর্ঘ্য ১৬ মিটার ও প্রস্থ ৩ মিটার
- D. দৈর্ঘ্য ২৪ মিটার ও প্রস্থ ২ মিটার
![]() |
![]() |
![]() |
926 . একটি আয়তক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ৪ মিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য ৫ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল--
- A. ১২ বর্গমিটার
- B. ১৫ বর্গমিটার
- C. ২০ বর্গমিটার
- D. ৪√৫ বর্গমিটার
![]() |
![]() |
![]() |
927 . একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার। বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি ৪.১২৫ বর্গমিটারে ৭.৫৫ টাকা খরচ হয়। বাগানটিতে চারা লাগাতে সর্বমোট কত খরচ হবে?
- A. ৭৫৫৭.৭৫ টাকা
- B. ৭৫৬৭.৬৫ টাকা
- C. ৭৮৭৫.২০ টাকা
- D. ৮৬৯৫.৩৫ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
929 . পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
- A. ৭৮০ বর্গমিটার
- B. ৮০০ বর্গমিটার
- C. ৮৭৫ বর্গমিটার
- D. ৯৭৬ বর্গমিটার
![]() |
![]() |
![]() |
উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
More
930 . একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্নয় করুন?
- A. ৬৩০ বর্গমিটার
- B. ৫৬০ বর্গমিটার
- C. ৬৩৬ বর্গমিটার
- D. ৫৩৬ বর্গমিটার
![]() |
![]() |
![]() |