1036 . কোন বৃত্তের পরিধি ৪৪ মিটার হলে এর ব্যাস কত?
- A. ১৪ মিটার
- B. ১৬ মিটার
- C. ১৮ মিটার
- D. ২১ মিটার
![]() |
![]() |
![]() |
1037 . একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. এবং বৃত্তকলা কেন্দ্রে ৭৫° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?
- A. ২২৫.০৪ বর্গ সে.মি.
- B. ২২০.০১ বর্গ সে.মি.
- C. ১২৮.২৮২ বর্গ সে.মি.
- D. ১১৫.২৮১ বর্গ সে.মি.
![]() |
![]() |
![]() |
সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার-০৭.০৬.২০১৩
More
1038 . একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি.। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গটির বাহুর দৈর্ঘ্য কত?
- A. ২৫.১৮ সে.মি.
- B. ২৪.৮১৪ সে.মি.
- C. ১০.২৪ সে.মি.
- D. ২০.১৮ সে.মি.
![]() |
![]() |
![]() |
1039 . একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ৪৪ মিটার বড়। রাস্তাটির বিস্তার কত?
- A. ১০.৩৫ মি.
- B. ৯.২৫ মি.
- C. ৮.০০৪ মি.
- D. ৭.০০৩ মি.
![]() |
![]() |
![]() |
1040 . একটি বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত?
- A. ১৮২.৮২ বর্গমিটার
- B. ১৮০.৭৩ বর্গমিটার
- C. ১৭৫.৯৩ বর্গমিটার
- D. ১৭৫.৯৩ বর্গমিটার
![]() |
![]() |
![]() |
1041 . একটি তৃণক্ষেত্রের ৩৮৫০ বর্গমিটার পরিমাণ স্থানে ঘাস খেতে পারে এরূপভাবে একটি দড়ি দিয়ে বাঁধা আছে। ঐ দড়িটির দৈর্ঘ্য কত?
- A. ১০.০৮১ মি.
- B. ২৮.০২ মি.
- C. ৩৫.০০৭ মি.
- D. ২০.০২ মি.
![]() |
![]() |
![]() |
1042 . একটি বৃত্তকলার ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ ২১ মিটার। বৃত্তকলাটি কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে, তা কত?
- A. ৩৫.০২°
- B. ২০.১৫২°
- C. ২০.০০৮°
- D. ১০.০১২°
![]() |
![]() |
![]() |
1043 . একটি বৃত্তাকার মাঠের ব্যাস ১০০ মিটার, মাঠের সীমানা ঘেঁষে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
- A. ১৮০২.০৩ বর্গ মি.
- B. ১১০৮.০৪ বর্গ মি.
- C. ১২০২.০১ বর্গ মি.
- D. ১৬৪৯.৩৪ বর্গ মি.
![]() |
![]() |
![]() |
1044 . একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য ৬০ সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ্য কত?
- A. ১৪ সে.মি.
- B. ৩৫.০৫ সে.মি.
- C. ২৮.০২ সে.মি.
- D. ১৪.০০৮ সে.মি.
![]() |
![]() |
![]() |
1045 . একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১২৬ সে.মি. হলে চাপের দৈর্ঘ্য কত?
- A. ১৪২.০২ সে.মি.
- B. ৪৮.০৩ সে.মি.
- C. ৩২.৯৮৭ সে.মি.
- D. ১৬.৩২ সে.মি.
![]() |
![]() |
![]() |
1046 . প্রতি মিনিটে ৬৬ মিটার বেগে ৩/২ মিনিটে একটি ঘোড়া কোন বৃত্তাকার মাঠ ঘুরে এল। ঐ মাঠের ব্যাস কত?
- A. ৫২.০৮ মিটার
- B. ৪৮.০৪ মিটার
- C. ৩১.৫১৩ মিটার
- D. ২৫.০২ মিটার
![]() |
![]() |
![]() |
1047 . বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যা কে--
- A. ২ : ৩ অনুপাতে বিভক্ত করে
- B. তীর্যকভাবে স্পর্শ করে
- C. সমদ্বিখণ্ডিত করে
- D. ১ : ৩ অনুপাতে বিভক্ত করে
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
1049 . ABC ত্রিভুজে ∠B = 6x ডিগ্রি, ∠C = 5x ডিগ্রি, ∠A = y ডিগ্রি এবং 6∠A = 7∠B হলে, x এবং y এর মান কত?
- A. x = 70, y = 20
- B. x = 15, y = 20
- C. x = 10, y = 70
- D. x = 10, y = 20
![]() |
![]() |
![]() |
1050 . কোনো বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃ্দ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
- A. 3
- B. 2
- C. 4
- D. 8
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) || প্রটোকল অফিসার (05-08-2023) || 2023
More