![]() |
![]() |
![]() |
১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
More
1997 . দুই ব্যাক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে যাত্রা করে ৪ মিটার দূরত্ব অতিক্রম করল, অতঃপর বামে ঘুরে ৩ মিটার দূরত্ব অতিক্রম করল। তাদের মধ্যকার দূরত্ব কত?
- A. ৭ মিটার
- B. ১৪ মিটার
- C. ১০ মিটার
- D. ৬ মিটার
![]() |
![]() |
![]() |
1998 . B শহরটি A শহরের ৫ মাইল পূর্বে অবস্থিত। C শহরটি B শহরের ১০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। নিচের কোনটি A শহর B শহরের দূরত্বের নিকটতম মান নির্দেশ করে?
- A. ১১ মাইল
- B. ১২ মাইল
- C. ১৩ মাইল
- D. ১৪ মাইল
![]() |
![]() |
![]() |
1999 . একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট। প্রতি ঘন্টার গতি কত মাইল?
- A. ৪৪
- B. ৮৮
- C. ২২
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
2000 . একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
- A. 54
- B. 48
- C. 42
- D. 36
![]() |
![]() |
![]() |
2001 . একটি ট্রেন প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় ২৭ কিমি হলে গন্তব্য স্থানে পৌছতে ২০ মিনিট সময় বেশি লাগত। পথের দূরত্ব নির্নয় করুন?
- A. ৯০ কিমি
- B. ৮০ কিমি
- C. ৭০ কিমি
- D. ৯৫ কিমি
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় || পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক (15-12-2002)
More
2002 . দুটি বাস ঘণ্টায় ২০ কিমি বেগে একই সময়ে গাবতলী হতে আরিচার উদ্দেশ্যে রওনা হল। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। কিন্তু অপর বাসটি চলতে থাকল। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার ২৫ কিমি/ঘন্টা বেগে চলতে শুরু করল। সাভার হতে কত দূরে বাস দুটি আবার মিলিত হবে?
- A. ৪০ কিঃ মিঃ
- B. ৫০ কিঃ মিঃ
- C. ৬০ কিঃ মিঃ
- D. ৫৫ কিঃ মিঃ
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
2004 . ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় গিয়ে বিকাল ৩টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
- A. ২৪.৫ কিমি
- B. ৩৭.৫ কিমি
- C. ৪২.০ কিমি
- D. ৪৫.০ কিমি
![]() |
![]() |
![]() |
২০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (11-12-1998)
More
![]() |
![]() |
![]() |
2006 . ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
- A. ১০০ মিনিট
- B. ১০২ মিনিট
- C. ১১০ মিনিট
- D. ১১২ মিনিট
![]() |
![]() |
![]() |
২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
More
![]() |
![]() |
![]() |
তথ্য মন্ত্রণালয় || গণযোগাযোগ প্রশিক্ষণ || সহকারী পরিচালক (16-07-2001)
More
2008 . এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব---
- A. ১০ কি.মি.
- B. ১২ কি.মি.
- C. ১৬ কি.মি
- D. ৮ কি.মি
![]() |
![]() |
![]() |
সমাজকল্যাণ মন্ত্রণালয় || সমাজসেবা অধিদপ্তর || উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক (05-05-2005)
More
2009 . ঢাকা কুমিল্লার x দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ p কিঃমিঃ/ঘন্টা। কুমিল্লা হতে চট্টগ্রাম y দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ q কিঃমিঃ/ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে গাড়ীটির গড় গতিবেগ কত?
- A. pq(x+y)/(px+qy)
- B. pq(x+y)/(qx+py)
- C. (x+y)/(px+qy)
- D. (x+y)/(qx+py)
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |