3826 . ১০ জন পুরুষ বা ১৫ জন বালক একটি কাজ ৩০ দিনে করতে পারে। ৭ জন পুরুষ এবং ১২ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
- A. ২৪ দিনে
- B. ২২ দিনে
- C. ২১ দিনে
- D. ২০ দিনে
![]() |
![]() |
![]() |
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২৯.০৩.২০০৭
More
![]() |
![]() |
![]() |
3828 . একটি কাজ ১২ জন লোক ৮ দিনে ১/২ অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?
- A. ৬ জন
- B. ৫ জন
- C. ৪ জন
- D. ৩ জন
![]() |
![]() |
![]() |
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা কর্মকর্তা-১৪.০১.২০০৫
More
3829 . ঘন্টায় ৪ কি. মি. বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে ঘন্টায় ৫ কি. মি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত হবে?
- A. ১০ কি. মি.
- B. ১৫/২ কি. মি.
- C. ১৫ কি. মি.
- D. ১২ কি. মি.
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক-০৮.১২.২০০৬
More
3830 . জসিম সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। এক বছর পর তিনি ৫৮৫ টাকা মুনাফা পেলেন। ব্যাংক থেকে ১০০ টাকায় ১ বছরে ৬.৫০ টাকা মুনাফা পেলে, তিনি কত টাকা জমা রেখেছিলেন?
- A. ১২০০০ টাকা
- B. ১০৫০০ টাকা
- C. ১১০০০ টাকা
- D. ৯০০০ টাকা
![]() |
![]() |
![]() |
3831 . ৫৫ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ২৫ দিনে শেষ করতে হলে কতজন লোকের প্রয়োজন?
- A. ৩৬ জন
- B. ২৫ জন
- C. ৩৩ জন
- D. ৪৫ জন
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
3833 . ১৫ জন শ্রমিক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ১০ জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ৯ দিনে ঐ কাজটি শেষ করতে পারবে?
- A. ৯ ঘন্টা
- B. ১১ ঘন্টা
- C. ৮ ঘন্টা
- D. ৭ ঘন্টা
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
3835 . ৩টি ঘোড়ার মূল্য ৫টি গরুর সমান এবং ২টি গরুর মূল্য ৫টি গাধার মূল্যের সমান। ১টি ঘোড়ার মূল্য ৭৫০০ টাকা হলে ৫টি গাধার মূল্য কত?
- A. ৩১০০০ টাকা
- B. ৩০০০০ টাকা
- C. ২২৫০০ টাকা
- D. ১৫০০০ টাকা
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২৩.১২.২০১১
More
3836 . তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে?
- A. ৩০০ দিন
- B. ২৬১ দিন
- C. ৮৭ দিন
- D. ২৯ দিন
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২৩.১২.২০১১
More
3837 . একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
- A. ৪০ টাকা
- B. ৫০ টাকা
- C. ৪৬ টাকা
- D. ৪৯ টাকা
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
More
3838 . একটি কলমের দাম যদি ক টাকা হয় তবে খ টি ১০০ টাকার নোট দিয়ে কয়টি কলম কেনা যাবে?
- A. ১০০খ/ক
- B. খ/১০০ক
- C. কখ/১০০
- D. ১০০/কখ
![]() |
![]() |
![]() |
দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিচালক-১২.১১.২০১০
More
3839 . পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত?
- A. ৮৬২৫
- B. ৭৫০০
- C. ৬২৫০
- D. ১০০০
![]() |
![]() |
![]() |
৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
More
3840 . একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত?
- A. ৩৫
- B. ৩৭
- C. ৩৩
- D. ৩৯
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার-২৪.০৪.২০০৯ || 2009
More