1276 . পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
- A. ২ : ২
- B. ৭ : ৩
- C. ৩১ : ১৬
- D. ৭ : ২
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
More
1277 . দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
- A. ১৫০
- B. ৭৫
- C. ৪৫
- D. ১৫
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(ক্যামেলিয়া-05) (10-10-2012)
More
1278 . ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
- A. ১৫ টি
- B. ১৮ টি
- C. ২০ টি
- D. ২৫টি
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
More
1279 . একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
- A. ৭০০০ জন
- B. ৭২৫০ জন
- C. ৭৫০০ জন
- D. ৮০০০ জন
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
More
1280 . ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
- A. ৩টি
- B. ৪টি
- C. ৫টি
- D. ৬টি
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন || রাষ্ট্রপতির কার্যালয় || সহকারী প্রটোকল অফিসার (29-04-2024)
More
1281 . একটি গহনার ওজন 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত 3 : 2। কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রুপার অনুপাত 5 : 1 হবে?
- A. 15 গ্রাম
- B. 20 গ্রাম
- C. 30 গ্রাম
- D. 35 গ্রাম
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন || রাষ্ট্রপতির কার্যালয় || সহকারী প্রটোকল অফিসার (29-04-2024)
More
1282 . সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বৎসর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত?
- A. ৩%
- B. ৩.৫%
- C. ৪%
- D. ৪.৫%
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পররাষ্ট্র মন্ত্রণালয়) || ব্যক্তিগত কর্মকর্তা (04-03-2024)
More
1283 . ১ একক = কত বর্গ মিটার?
- A. ৪০৪৬.৮ বর্গমিটার
- B. ৪০৩৬.৮ বর্গমিটার
- C. ৪৬০৪.৮ বর্গমিটার
- D. ৪৪৬০.৮ বর্গমিটার
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন || রাষ্ট্রপতির কার্যালয় || সহকারী প্রটোকল অফিসার (29-04-2024)
More
1284 . ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
- A. ২০ বছর
- B. ২৫ বছর
- C. ৩৫ বছর
- D. ৪৫ বছর
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(ড্যাফোডিল-02) (12-10-2012)
More
1285 . কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
- A. ভরকেন্দ্র
- B. পরিকেন্দ্র
- C. অন্তঃকেন্দ্র
- D. লম্ববিন্দু
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(বুড়িগঙ্গা-07) (08-04-2013)
More
1286 . ১৫.৬ এর ৮% = কত?
- A. ০.১২৪৮
- B. ১.২৪৮
- C. ১২.৪৮
- D. ১২৪.৮
![]() |
![]() |
![]() |
কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক) 20-08-2021
More
1287 . ক : খ = ৫ : ৬ এবং খ : গ = ৩ : ১০ হলে ক : গ = কত?
- A. ৬ : ১২
- B. ১০ : ২০
- C. ৫ : ২০
- D. ৫ : ১২
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(সুরমা-04) (11-04-2013)
More
1288 . পিতা ও মাতার বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের গড় বয়স ৩২ বছর। পুত্রের বয়স কত?
- A. ৮ বছর
- B. ১০ বছর
- C. ১২ বছর
- D. ১৪ বছর
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(বুড়িগঙ্গা-07) (08-04-2013)
More
1289 . ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
- A. ৮ জন
- B. ১০ জন
- C. ১২ জন
- D. ১৫ জন
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(বুড়িগঙ্গা-07) (08-04-2013)
More
1290 . একখণ্ড রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হল। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে _
- A. ৮.২ মিটার
- B. ৯.৬ মিটার
- C. ৯.৮ মিটার
- D. ১০.২ মিটার
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(বুড়িগঙ্গা-07) (08-04-2013)
More