4681 . বিকল শব্দের কি কোন শ্রেনির উপসর্গ?

  • A. ফরাসি
  • B. সংস্কৃত
  • C. বাংলা
  • D. হিন্দি
View Answer Discuss in Forum Workspace Report

4682 . বিংশ শতাব্দীর সভ্যতা -ছাপাখানাই সৃষ্টি'-উক্তিটি কার?

  • A. মোহিতলাল মজুমদার
  • B. প্রমথ চৌধুরী
  • C. সৈয়দ মুজতবা আলী
  • D. বেগম রোকেয়া
View Answer Discuss in Forum Workspace Report
ঘ ইউনিট ১৯৯৮-১৯৯৯ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1998
More

4683 . বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - চায়ের দোকানের মালিককে কেন সহকর্মীদের খবর দিতে বলেছিলেন?

  • A. জেল থেকে মুক্ত করার জন্য
  • B. মিছিল করার জন্য
  • C. অনশনের খবর জানানোর জন্য
  • D. পরিবারকে জানানোর জন্য
View Answer Discuss in Forum Workspace Report
Faculty of Arts and Social Science (FASS) 2023-2024
More

4684 . বায়ান্নর দিন গুলো “ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে

  • A. একাত্তরের দিনগুলি
  • B. হাঙ্গর নদীর গ্রেনেড
  • C. আরেক ফাল্গুন
  • D. অসমাপ্ত আত্মজীবনী
View Answer Discuss in Forum Workspace Report
D1-2 ইউনিট : ২০১৬-২০১৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2016
More

4685 . ফিঙে কোন রচনায় আছে

  • A. হৈমন্তী
  • B. বিলাসী
  • C. একুশের গল্প
  • D. যৌবনের গান
View Answer Discuss in Forum Workspace Report
গ ইউনিট ২০১২-২০১৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2012
More

View Answer Discuss in Forum Workspace Report
৭ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (02-12-2011) || 2011
More

4687 . বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই!  তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।অনুচ্ছেদ তৎপুরুষ সমাসবদ্ধ পদ কয়টি-?

  • A. তিনটি
  • B. চারটি
  • C. পাঁচটি
  • D. ছয়টি
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট ২০১৪-২০১৫ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2014
More

4688 . বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই!  তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়। ওপরের অনুচ্ছেদ কয়টি প্রবাদ- প্রবচন রয়েছে?

  • A. একটি
  • B. দু’টি
  • C. তিনটি
  • D. চারটি
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট ২০১৪-২০১৫ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2014
More

View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2007-2008 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2007
More

4690 . বাড়ি যাও -এটি কোন প্রকারের বাক্য?

  • A. প্রশ্নবোধক
  • B. নিষেধাত্নক
  • C. আশ্চর্যবোধক
  • D. অনুজ্ঞা
View Answer Discuss in Forum Workspace Report
পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল- চট্রগ্রাম)-এর কার্যালয়ের পোস্টাল অপারেটর-২৬.০৬.২০১৬
More

View Answer Discuss in Forum Workspace Report
১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (25-08-2017)
More

4692 . বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি?

  • A. অধিকরণে ৭মী
  • B. অধিকরণে ৫মী
  • C. অপাদানে ৫মী
  • D. অধিকরণে ৩য়া
View Answer Discuss in Forum Workspace Report
সমন্বিত ৭ ব্যাংক || অফিসার (ক্যাশ) (24-05-2024)
More

4693 . বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি' - এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?

  • A. সমাপিকা
  • B. দ্বিকর্মক
  • C. প্রযোজক
  • D. অসমাপিকা
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-২৮১৫-01) (24-06-2019)
More

4694 . বােতল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • A. আরবি
  • B. ফারসি
  • C. পর্তুগিজ
  • D. ইংরেজী
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : ২০০৯-২০১০ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2009
More

4695 . বাহিরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয়-

  • A. মুর্খ
  • B. কৃপমল্ডুক
  • C. ক্ষুদ্রামনা
  • D. বর্বর
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট : 2012-2013 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2012
More