মনে করি,
পুত্রের বয়স = ক
পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ = ৮ক
সুতারাং বর্তমানে পুত্রের বয়স হবে = (ক+৮) বছর
বর্তমানে পিতার বয়স হবে = (৮ক +৮) বছর
১০ বছর পর পুত্রের বয়স হবে = ( ক+৮+১০) বছর
১০ বছর পর পিতার বয়স হবে = ( ৮ক+৮+১০) বছর
প্রশ্নমতে,
৮ক+৮+১০ = ২(ক+৮+১০)
বা, ৮ক+১৮ = ২(ক+১৮)
বা, ৮ক+১৮ = ২ক + ৩৬
বা, ৮ক-২ক = ৩৬ - ১৮
বা, ৬ক = ১৮
বা, ক = ১৮ ÷ ৬
ক = ৩
বর্তমানে পিতার বয়স হবে= (৮*৩ +৮) বছর
=২৪ +১৮
=৩২ বছর
বর্তমানে পুত্রের বয়স হবে = (৩+৮) বছর
= ১১বছর।
Data added successfully.
🚀 আজই ডাউনলোড করুন bdMerit-এর অ্যাপ▶️ এবং আপনার সাফল্যের পথ সুগম করুন!
৮৩৬ ÷ ০ = অনির্ণেয় কেননা,শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না!
৭২ সংখ্যাটির মোট ১২ টি ভাজক আছে। ভাজকগুলো হলো : ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ও ৭২।
দেওয়া আছে,
১৫ কেজি আমের মূল্য ৭৫০ টাকা
∴ ১ “ ” " ((৭৫০÷১৫) টাকা
= ৫০ টাকা
উত্তর: ৫০ টাকা
৪.৪০ পাউন্ড = ২ কিলোগ্রাম
৪৫ ÷ ৫ এর ৩+২×৭
= ৪৫ ÷ ১৫+২×৭
= ৩+২×৭
= ৩ + ১৪
৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা ৫ টিঃ ৩১, ৩৭, ৪১, ৪৩ ও ৪৭।
৩০ জন ১০ ঘন্টা পরিশ্রম করে ফসল কাটে ২০ দিনে
১ “ ১ ” “ ” “ ” ২০ × ৩০ × ১০
২৫ “ ৮ ” “ ” “ ” ২০ × ৩০ × ১০/২৫×৮
= ৩০ দিনে
উত্তর: ৩০ দিন
৩×১২=৩৬ মাস
৩৬+২=৩৮ মাস
২৮÷৭×২=৮
২২০÷০ = অসংজ্ঞায়িত
১ ডেকাগ্রাম ২০১ ডেসিগ্রাম
২ ডেকাগ্রাম = ২ × × ১০০ = ২০০ ডেসিগ্রাম
১২ গন্ডা = ৩ বর্গগজ
ফুটবল পছন্দ করে না = (১০০ - ৯০) = ১০ জন
ক্রিকেট পছন্দ করে না = (১০০ ৮০) = ২০ জন
এবং কাবাডি পছন্দ করে না = (১০০- ৭০) = ৩০ জন
∴ একসাথে তিনটি খেলাই পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা
= (১০ + ২০ + ৩০)
= ৬০ জন
∴ তিনটা খেলাই পছন্দ করে এমন ছাত্র = (১০০ - ৬০) জন
= ৪০ জন
উত্তর: ৪০%।