2296 . একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
- A. ১৮ দিন
- B. ২০ দিন
- C. ২২ দিন
- D. ২৪ দিন
![]() |
![]() |
![]() |
বন অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (11-08-2023)
More
2297 . একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
- A. ১৬ দিন
- B. ১৮ দিন
- C. ২০ দিন
- D. ২৪ দিন
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(বসন্ত-03) (10-08-2010)
More
2298 . একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?
- A. ১৪: ১৫
- B. ১৬: ২৫
- C. ১৩: ২৫
- D. ১২: ২৪
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অডিটর (28-01-2022)
More
2299 . একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল । সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
- A. ৩০০০ টাকা
- B. ৬০০০ টাকা
- C. ৯০০০ টাকা
- D. ১২০০০ টাকা
![]() |
![]() |
![]() |
NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
More
2300 . একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাপের এক-তৃতীয়াংশ। যৌগের ভর ১৮০ গ্রাম হলে, ঐ যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত?
- A. ২৫ গ্রাম
- B. ৩০ গ্রাম
- C. ৩৫ গ্রাম
- D. ৪০ গ্রাম
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর ২৩.০৮.২০১৯
More
2302 . একটি যোগ করতে কম্পিউটরের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
- A. ২ কোটি
- B. ৩ কোটি
- C. ৪ কোটি
- D. ৫ কোটি
![]() |
![]() |
![]() |
2303 . একটি যন্ত্রের ক্রয়মূল্য ৩০০,০০০ টাকা । ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১০% বার্ষিক হার অবচয়ে ৩ বছরে পুঞ্জীভূত অবচয় হবে -
- A. ৫৭,০০০ টাকা
- B. ৬১,৫০০ টাকা
- C. ৮১,৩০০ টাকা
- D. ৯০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
বি এডিসি সহকারী অ্যাকাউন্ট অফিসার ০৫. ০৪.১৯
More
2304 . একটি ম্যাপের Scale হচ্ছে ১ : ৫০০০০; ২ কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে? ম্যাপের ৩ সে.মি.লাইন কত দূরত্ব হবে?
- A. ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
- B. ৩ সেঃ মিঃ, ২.৫ কিঃ মিঃ
- C. ২ সেঃ মিঃ, ৩.০ কিঃ মিঃ
- D. ১ সেঃ মিঃ, ২.০ কিঃ মিঃ
![]() |
![]() |
![]() |
2305 . একটি ম্যাপে ১/২ ইঞ্চি ৭৫ মাইল প্রকৃত দূরত্ব নির্দেশ করে। যদি দুইটি শহরের দূরত্ব ম্যাপে ৯/৪ ইঞ্চি হয় তবে শহর দুইটির প্রকৃত দূরত্ব কত?
- A. ১৫ মাইল
- B. ১৬২ মাইল
- C. ৩৩৭.৫ মাইল
- D. ৩৭৫ মাইল
![]() |
![]() |
![]() |
2306 . একটি মোটরসাইকেলের সামনের চাকা ঘণ্টায় ৮৪০ বার ঘুরে। 'ক' সেকেণ্ডে চারটি কতবার ঘুরবে?
- A. ১৮ ক / ৩৩ বার
- B. ৭ক / ৩০ বার
- C. ১১ ক/ ৩৬ বার
- D. ৯ ক / ৩০
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ১০. ০৫.২০১৯
More
2307 . একটি মোটরসাইকেলের পিছনের চাকা প্রতি মিনিটে ৬০ বার ঘুরে এবং প্রতিবার ঘুরলে ১২০ সে.মি. পথ অতিক্রম করে। এক ঘণ্টায় চাকাটি কত মিটার পথ অতিক্রম করবে?
- A. ৪৩২০০০ মি.
- B. ৪৩২০০ মি.
- C. ৪৩২০ মি.
- D. ৪৩২ মি.
![]() |
![]() |
![]() |
2308 . একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয়মূল্য-
- A. ৬০০০ টাকা
- B. ৫০০০ টাকা
- C. ৪০০০ টাকা
- D. ৮০০০ টাকা
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (15-09-2023)
More
2309 . একটি মেশিন ১ ঘন্টায় ৩০টি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ৬ মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে?
- A. ৩টি
- B. ৫টি
- C. ১৫টি
- D. ২০টি
![]() |
![]() |
![]() |
গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর-১৮.১১.২০১৬
More
2310 . একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫%। ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?
- A. ২১০০ জন
- B. ২৩০০ জন
- C. ২০০৫ জন
- D. ২০০০ জন
![]() |
![]() |
![]() |
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-০৩.০২.২০০৭
More