১।ভগ্নাংশ কাকে বলে? উত্তরঃ কোন বস্তুকে সমান দুই বা ততোধিক ভাগে ভাগ করলে যে খণ্ডাংশ পাওয়া যায় তাকে সমস্ত বস্তুর ভগ্নাংশ বলে।
২। ভগ্নাংশ কত প্রকার? উত্তরঃ দুই প্রকার। যথাঃ( ১) সাধারন ভগ্নাংশ।(২) দশমিক ভগ্নাংশ।
৩। সাধারন ভগ্নাংশ কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার। যথাঃ ১) প্রকৃত ভগ্নাংশ;২)অপ্রকৃত ভগ্নাংশ;৩) মিশ্র ভগ্নাংশ।
৪। কোন ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়? উত্তরঃ প্রকৃত ভগ্নাংশ।
৫। যে ভগ্নাংশের হর আর লব সমান তার মান কত? উত্তরঃ ১।
৬। ভগ্নাংশে কয়টি অংশ থাকে? উত্তরঃ ২টি। হর ও লব।
৭। মিশ্র ভগ্নাংশ কয়টি অংশ থাকে? উত্তরঃ ২টি। পূর্ণসংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ।
৮। মিশ্র ভগ্নাংশের পূর্ণসংখ্যাকে কি পড়া হয়? উত্তরঃ সমস্ত।
৯। পূর্ণসংখ্যা কাকে বলে? উত্তরঃ শূন্য(০) সহ সকল ধনাত্নক এবং ঋনাত্নক অখন্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে।
১০। অপ্রকৃত ভগ্নাংশের মান কত? উত্তরঃ ১অপেক্ষা বড়।
১১। প্রকৃত ভগ্নাংশের মান কত? উত্তরঃ ১ অপেক্ষা ছোট।
১২। পূর্ণসংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কোন ভগ্নাংশ গঠিত হয়? উত্তরঃ মিশ্রভগ্নাংশ।
১৩। একই পরিমানকে কোন কোন ভগ্নাংশকে প্রকাশ করা যায়? উত্তরঃ অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশে।
১৪। ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ করার অর্থ কি? উত্তরঃ লবকে লব দ্বারা আর হরকে হর দ্বারা গুণ করা।
১৫। প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কি? উত্তরঃ অপ্রকৃত ভগ্নাংশ।
১৬। সমহর বিশিষ্ট ভগ্নাংমের ক্ষেত্রে কোন ভগ্নাংশ বড়? উত্তরঃ যে ভগ্নাংশের লব বড়।
১৭। কোন ভগ্নাংশের সাথে পূর্ণসংখ্যার গুণ করার অর্থ কি? উত্তরঃ হরকে ঠিক রেখে লবকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করতে হয়।
১৮। ভগ্নাংশকে কোন রূপে প্রকাশ করলে হিসাব সহজ হয়? উত্তরঃ লঘিষ্ঠ রূপে।
১৯। কোন ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণ গুণফল কত হয়? উত্তরঃ ১।
২০। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ কি? উত্তরঃ প্রথম ভগ্নাংশকে ২য় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা।
Data added
successfully.
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
More
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এ শর্তে (ক) ও (খ) দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। কিন্তু (গ) ২ + ৪>৭, দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। সুতরাং সঠিক উত্তর (গ)।
Data added
successfully.
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
More
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)