781 . আমার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আমার —
- A. মা
- B. খালা
- C. মেয়ে
- D. বোন
![]() |
![]() |
![]() |
![]() |
782 . আমার বাবার জন্মদিনের ৮৮ দিন পরে আমার মায়ের জন্মদিন। আমার বাবার জন্ম যদি বৃহস্পতিবার হয়, তবে মায়ের জন্ম কী বার হবে?
- A. বুধবার
- B. শনিবার
- C. বৃহস্পতিবার
- D. সোমবার
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
More
784 . আপনি মনে করেন যে, আপনার পোষা কুকুর একজন প্রতিবেশীর ফুলের বাগান নষ্ট করেছে। কিন্তু কুকুর দেখা যায়নি, আপনি কি করবেন?
- A. দুঃখ জানিয়ে ক্ষতিপূরণ দিতে চাইবেন
- B. প্রতিবেশী বাগানে বেড়া না দিয়ে দোষ করেছে বলবেন
- C. বলবেন আশেপাশে আরও অনেক কুকুর আছে
- D. কিছু না বলে কুকুরটিকে ত্যাগ করবেন
![]() |
![]() |
![]() |
![]() |
785 . আপনি বিকেলে রাস্তায় হাঁটছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক আপনার সম্মুখে এসে জ্ঞান হারাল। তখন আপনি কী করবেন?
- A. বৃদ্ধ লোকটিকে পাশ কাটিয়ে চলে যাবেন।
- B. তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন।
- C. বৃদ্ধ লোকটির ঠিকানা জানার চেষ্টা করে বাসায় দিয়ে আসবেন।
- D. আপনার বাসায় নিয়ে যাবেন।
![]() |
![]() |
![]() |
![]() |
786 . আপনি ধূমপান অপছন্দ করেন কিন্তু বাসে বসে আপনার পাশের সিটের যাত্রীটি সিগারেট ধরাল । আপনি তাকে কি বলবেন?
- A. তাকে ধূমপানের অপকারিতা সম্পর্কে জ্ঞান দিবেন ।
- B. সিগারেট ফেলে দিতে বলবেন ।
- C. গাড়ি থেকে নেমে যেতে বলবেন ।
- D. বাসের মধ্যে সিগারেট ধরানোটা ঠিক হয়নি তা বলবেন ।
![]() |
![]() |
![]() |
![]() |
787 . আপনি দেখতে পেলেন যে, একটি পঙ্গু ছেলে একটি সমবয়সী ছেলের হাতে ভীষণভাবে মার খাচ্ছে। আপনি কি করবেন?
- A. কিছু করবেন না কিন্তু উপস্থিত থাকবেন
- B. ছেলেটিকে (যে পঙ্গু নয়) মারামারি থামাতে বলবেন এবং অন্য কাউকে খেলার সঙ্গী বানাতে বলবেন
- C. পুলিশ ডেকে মারামারি সম্পর্কে বিবৃতি দিবেন
- D. আপনি নিজেই ছেলেটাকে (যে পঙ্গু নয়) মারবেন
![]() |
![]() |
![]() |
![]() |
788 . আপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে A পেয়েছে। আপনি দেখলেন কোনো এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, আপনি তখন কি করবেন?
- A. বলবেন নকল করা আত্মমর্যাদাহানিকর
- B. শিক্ষকের নিকট ঘটনাটি বলবেন
- C. অন্য ক্লাসে বদলি হবেন
- D. শিক্ষক না বলা পর্যন্ত কিছুই বলবেন না
![]() |
![]() |
![]() |
![]() |
789 . আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলের ছোট বোনের মেয়ে আপনার কী হয়?
- A. ভাগ্নি
- B. বোন
- C. ফুফু
- D. ভাতিজি
![]() |
![]() |
![]() |
![]() |
790 . আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কে হবে?
- A. ফুফু
- B. খালা
- C. ভাতিজি
- D. বোন
![]() |
![]() |
![]() |
![]() |
791 . আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কি হয়?
- A. ভাগ্নে
- B. ভাতিজা
- C. ভাই
- D. মামা
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) || প্রটোকল অফিসার (05-08-2023)
More
792 . আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেয়া পুরস্কারটি আপনার মোটেও পছন্দ হয়নি । এমতাবস্থায় আপনি কী করবেন?
- A. আপনার অপছন্দের কথা স্পষ্ট ভাষায় বন্ধুকে জানিয়ে দেবেন।
- B. অপছন্দের বিষয়টি আমতা আমতা করে এড়িয়ে যাবেন।
- C. পছন্দ হয়েছে বলে আগ্রহে গ্রহণ করবেন ।
- D. বিশেষ কোনো ভাব পোষণ না করে শুধু ধন্যবাদ জানাবেন।
![]() |
![]() |
![]() |
![]() |
793 . আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধুর দুর্বলতা রয়েছে আপনার স্ত্রীর উপর । আপনি__
- A. বন্ধুর সাথে সম্পর্ক ছেদ করবেন
- B. স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করবেন
- C. সকলে একত্রে বসে বিষয়টি আলোচনা করে সমস্যা সমাধান করবেন
- D. একাকী বন্ধুর সাথে বসে সমস্যা সমাধান করবেন
![]() |
![]() |
![]() |
![]() |
794 . আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
- A. ১০
- B. ১৫
- C. ৫
- D. ০৩
![]() |
![]() |
![]() |
![]() |
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
More
795 . আপনার এক বন্ধু পরীক্ষায় নকল করছে। আপনি কী করবেন?
- A. তাকে নকল করতে সাহায্য করবেন
- B. বিষয়টি শিক্ষককে জানাবেন
- C. তাকে নকল বন্ধ করতে বলবেন
- D. বিষয়টি উপেক্ষা করবেন
![]() |
![]() |
![]() |
![]() |