301 . ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
- A. অ্যালুমিনিয়াম
- B. তামা
- C. দস্তা
- D. সীসা
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(করতোয়া-05) (10-04-2013)
More
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
302 . ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ-
- A. উপরে বায়ুর চাপ বেশি
- B. উপরে বায়ুর চাপ কম
- C. উপরে বায়ুতে ওজন কম
- D. খ ও গ উভয়টিই ঠিক
![]() |
![]() |
![]() |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি- কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক-১২.০১.২০০৭
More
303 . মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
- A. গতির প্রথম সূত্র
- B. গতির দ্বিতয়ি সূত্র
- C. গতির তৃতীয় সূত্র
- D. ভরবেগের নিত্যতার সূত্র
![]() |
![]() |
![]() |
304 . মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রেওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে-
- A. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
- B. ভূমিও ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
- C. বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
- D. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়
![]() |
![]() |
![]() |
305 . মানব চোখের লেন্সটি-
- A. উভ উত্তল/দ্বি উত্তল
- B. অবতল
- C. উভ অবতল
- D. উত্তল
![]() |
![]() |
![]() |
পরিকল্পনা মন্ত্রণালয় || ডাটা প্রসেসিং অপারেটর (16-11-2002)
More
306 . মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
- A. ৯৮.৪°ফারেনহাইট
- B. ৯০.৮°ফারেনহাইট
- C. ১০৩.৫°ফারেনহাইট
- D. ৯৯°ফারেনহাইট
![]() |
![]() |
![]() |
307 . মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল
- A. ১০.০ সেকেন্ড
- B. ১.৫ সেকেন্ড
- C. ০.০১ সেকেন্ড
- D. ০.১ সেকেন্ড
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক পরীক্ষার তারিখ: ২৬. ০৮. ২০০৫ (সাথী)
More
308 . মাল্টিমিটার দিয়ে মাপা যায়-
- A. কারেন্ট, শক্তি এবং রোধ
- B. ভোল্টেজ, কম্পাঙ্ক এবং ফেজ
- C. রোধ, দক্ষতা এবং শক্তি
- D. ভোল্টেজ, কারেন্ট এবং রোধ
![]() |
![]() |
![]() |
309 . মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
- A. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
- B. বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
- C. বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
- D. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
![]() |
![]() |
![]() |
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(যমুনা-03) (12-04-2013)
More
310 . মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
- A. ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
- B. অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
- C. পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
- D. এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না
![]() |
![]() |
![]() |
পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর || সহকারী পরিচালক (11-04-2003)
More
311 . মৌলিক রাশি কতটি?
- A. তিনটি
- B. পাঁচটি
- C. সাতটি
- D. চারটি
![]() |
![]() |
![]() |
312 . ম্যানোমিটার ব্যবহার করা হয়-
- A. বেগ পরিমাপ করার জন্য
- B. চাপ পরিমাপ করার জন্য
- C. তাপমাত্রা পরিমাপ করার জন্য
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
313 . যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
- A. g/২গুণ বৃদ্ধি পাবে
- B. g গুণ বৃদ্ধি পাবে
- C. ২g গুণ কমবে
- D. ২g গুণ বৃদ্ধি পাবে
![]() |
![]() |
![]() |
314 . যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
- A. তৎক্ষনাৎ
- B. ৬ সেকেন্ডে
- C. ৬০ মিনিটে
- D. কখনও শুনা যাবে না
![]() |
![]() |
![]() |
315 . যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
- A. তড়িৎ শক্তি
- B. আলোক শক্তি
- C. যান্ত্রিক শক্তি
- D. শব্দ শক্তি
![]() |
![]() |
![]() |