406 . y=3x+2, y = -3x +2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
- A. একটি সমবাহু ত্রিভুজ
- B. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
- C. একটি বিষমবাহু ত্রিভুজ
- D. একটি সমকোণী ত্রিভুজ
![]() |
![]() |
![]() |
১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
More
407 . একজন লােক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিমি ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিমি ঠিক পূর্ব দিকে গেল।যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
- A. 17 কিমি
- B. 15 কিমি
- C. 14 কিমি
- D. 13 কিমি
![]() |
![]() |
![]() |
408 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
- A. দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ ৪ মিটার
- B. দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটার
- C. দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 7 মিটার
- D. দৈর্ঘ্য 19 মিটার, প্রস্থ 10 মিটার
![]() |
![]() |
![]() |
409 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানাে হলাে এবং প্রস্থ ১০% কমানাে হলাে। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল–
- A. ১% বাড়বে
- B. ২% বাড়বে
- C. ১% কমবে
- D. একই থাকবে
![]() |
![]() |
![]() |
410 . একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম ও প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য ৫ মিটার অধিক ও প্রস্থ ২ মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য কত?
- A. 15 মিটার
- B. 25 মিটার
- C. 20 মিটার
- D. 18 মিটার
![]() |
![]() |
![]() |
411 . একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাইরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?
- A. ১১৬ মিটার
- B. ২১৬ মিটার
- C. ৬০০ মিটার
- D. ১০০ মিটার
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
412 . একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্থের ১.৫ গুন। ঐ ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য কত?
- A. ৯
- B. ১২
- C. ১৮
- D. কোনােটিই নয়
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার-২৪.০৪.২০০৯ || 2009
More
413 . একটি খেলার মাঠের প্রস্থ আরাে 10 মিটার বেশি হলে এটি 10,000বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতাে। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
- A. 80 মিটার
- B. 105 মিটার
- C. 90 মিটার
- D. 100 মিটার
![]() |
![]() |
![]() |
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২৯.০৩.২০০৭
More
414 . একটি গাড়ির সামনের চাকার ব্যাস ২৮ সে.মি. এবং পেছনের চাকার ব্যাস ৩৫ সে.মি. হলে ৮৮ মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে?
- A. ১৫ বার
- B. ২০ বার
- C. ২৮ বার
- D. ২০০ বার
![]() |
![]() |
![]() |
415 . একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
- A. ৬ বর্গমিটার
- B. ৮ বর্গমিটার
- C. ৯ বর্গমিটার
- D. ১০ বর্গমিটার
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(শিউলী-06) (09-09-2009)
More
416 . একটি তালগাছের পাদবিন্দু হতে 19মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45°হলে, গাছটির উচ্চতা কত?
- A. 20 মিটার
- B. 21 মিটার
- C. 19 মিটার
- D. 18 মিটার
![]() |
![]() |
![]() |
জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক-১২.০৬.২০০৬ || 2006
More
417 . একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু–হতে পারে না।
- A. ৫ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- B. ৮ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- C. ৯ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- D. ১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
![]() |
![]() |
![]() |
419 . একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২,৫০০ বর্গমিটার। বর্গের একটি ধার হচ্ছে–
- A. ২০০ মিটার
- B. ২২০ মিটার
- C. ২৫০ মিটার
- D. ২১০ মিটার
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২৭.০৫.২০০৬
More
420 . একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠেছে । বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটি কত সময় লাগবে?
- A. ১১১মিনিট
- B. ১১২মিনিট
- C. ১১৩মিনিট
- D. ১১৫মিনিট
![]() |
![]() |
![]() |
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-০২.০২.২০০৭
More