556 . একটা ইলেকট্রিক্যাল Push button এর মূল অবস্থানে ফিরে যেতে কোন mechaincal device-টি use করা হয়?
- A. a wheel
- B. a pulley
- C. a spring
- D. a gear
![]() |
![]() |
![]() |
![]() |
557 . একটা ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল,‘আমার কোনো ভাইবোন নেই। এর বাবা আমার বাবার ছেলে।' ছবিটি কার?
- A. তার ছেলের
- B. ভাইয়ের
- C. বাবার
- D. চাচার
![]() |
![]() |
![]() |
![]() |
558.
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরুপ_ বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?

- A. ৬ঃ১৫
- B. ৮ঃ৪০
- C. ৭ঃ২০
- D. ৭ঃ৪০
![]() |
![]() |
![]() |
![]() |
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-12-2017)
More
559 . একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
- A. মোটা হাতলের ড্রাইভার কে বেশীবার ঘুরাতে হবে;
- B. চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে;
- C. দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে;
- D. কোনোটি নয়
![]() |
![]() |
![]() |
![]() |
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
More
560 . একটি অনুষ্ঠানে একজন প্রতিযোগী একটি প্রশ্নের উত্তরে বলেছেন, "বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর"। আপনি যদি একজন বিচারক হন, তাহলে আপনি তার উত্তরটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
- A. সঠিক উত্তর দেওয়ায় পূর্ণ নম্বর দেবেন।
- B. আংশিক সঠিক উত্তর দেওয়ায় অর্ধেক নম্বর দেবেন।
- C. উত্তরটিকে ভুল বলে দেবেন এবং প্রতিযোগীকে বাদ দেবেন।
- D. উত্তরটিকে ভুল বলে দেবেন, কিন্তু প্রতিযোগীকে পরবর্তী প্রশ্নে যাওয়ার সুযোগ দেবেন।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
D3 ইউনিট : ২০১৬-২০১৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2016
More
562 . একটি কপিকল সিস্টেমে দড়ির সংখ্যা যত বেশি হয়, এর যান্ত্রিক সুবিধা তত—
- A. কমে
- B. বাড়ে
- C. অপরিবর্তিত থাকে
- D. প্রথমে বাড়ে তারপর কমে
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (26-04-2024)
More
564 . একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন “ থেকে তাড়া করলো। যদি ১ কি. মি. যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
- A. ৭.৫ মিনিট
- B. ১০ মিনিট
- C. ৮.৫ মিনিট
- D. ১৫ মিনিট
![]() |
![]() |
![]() |
![]() |
আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় || সহকারী সচিব (ড্রাফটিং)-গোলাপ (24-10-2005)
More
565 . একটি ক্রীড়া প্রতিযোগিতার দিনে প্রতিকলামে ৪০ জন করে শিশু দাঁড়ালে ১৬টি কলাম হয়। প্রতিকলামে ৩২ জন করে দাঁড়ালে কয়টি কলাম হবে?
- A. ১৮টি
- B. ১৬টি
- C. ২০টি
- D. ২৪টি
![]() |
![]() |
![]() |
![]() |
566 . একটি গাছের গুঁড়ি থেকে ৪ ফুট দৈর্ঘ্যের একটি অংশ কাটা নিতে ১ মিনিট সময় লাগে। যদি গাছটিকে সমান ১২ ভাগে ভাগ করতে হয়, তাহলে মোট কত মিনিট সময় প্রয়োজন হবে?
- A. ১১ মিনিট
- B. ১২ মিনিট
- C. ১০ মিনিট
- D. ১৩ মিনিট
![]() |
![]() |
![]() |
![]() |
567 . একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৬০° ঘুরতে কত সময় লাগবে?
- A. ১/২
- B. ১/৩
- C. ১/৬
- D. ১/৯
![]() |
![]() |
![]() |
![]() |
568 . একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?
- A. ঘড়ির কাঁটার দিকে
- B. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- C. স্থির
- D. একেবারে ঘুরবে না
![]() |
![]() |
![]() |
![]() |
More
569 . একটি গিয়ার সিস্টেমে ছোট গিয়ারটি দ্রুত ঘুরলে বড় গিয়ারটি কীভাবে ঘুরবে?
- A. দ্রুত
- B. একই গতিতে
- C. ধীরে
- D. স্থির থাকবে
![]() |
![]() |
![]() |
![]() |
570 . একটি ঘড়ি প্রতিদিন 5 মিনিট সময় বেশি দেখায়। কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দেখাবে?
- A. 138 দিন
- B. 141 দিন
- C. 144 দিন
- D. 145 দিন
![]() |
![]() |
![]() |
![]() |