দ্বীপ = দু দিকে অপ যার; নিপাতনে সিদ্ধ বহুব্রীহি।
Data added successfully.
কুয়োর ব্যাঙ = সংকীর্ণমনা লোক / কূপমণ্ডুক। বাক্যগঠন: সে একজন কুয়োর ব্যাঙ প্রকৃতির লোক।
সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তেজনা । বাক্যগঠন: এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।
কাছাঢিলা = অসাবধান। বাক্যগঠন: যেমন কাছাঢিলা লোক তুমি, ছাতা তুমি হারাবে না তো কে হারাবে।
আঁতে ঘা = মনে ব্যথা। বাক্যগঠন: এমনিতে ভালো, কিন্তু টাকা চাইলেই তোমার আঁতে ঘা লাগে।
খেজুরে আলাপ = অকাজের কথা। বাক্যগঠন: এসব খেজুরে আলাপ বাদ দিয়ে কাজে মন দাও।
জিজ্ঞাসিব জনে জনে = কর্মকারকে ৭মী
আমাদের একটি গল্প বলুন = কর্মে ৬ষ্ঠী
সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য
বাবাকে ভয় পাই = অপাদানে ২য়া
আত্মার সম্পর্কই আত্মীয়= করণে ৬ষ্ঠী
কুল এর দুটি সমার্থক শব্দ হলো গোষ্ঠী ও সমাজ।
মেঘ এর দুটি সমার্থক শব্দ হলো বলাহক ও জলদ। এছাড়াও আরো কয়েকটি সমার্থক শব্দ হলো ঘন,অভ্র,নীরদ তোয়দ,জলধর ইত্যাদি।
কর্তব্য স্থির করতে না পেরে বিমূঢ় = কিংকর্তব্যবিমূঢ়
কোন ভাবেই নিবারণ করা যায় না = অনিবার্য